আদিবাসী সংগঠনের রেল ও রাস্তা অবরোধের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের যোগাযোগ, পরীক্ষা দিতে পারলেন না কয়েক হাজার PSC পরীক্ষার্থী

Last Updated:

মালদহ ও দুই দিনাজপুর জেলার কয়েক হাজার শিক্ষিত যুবক যুবতী সরকারি চাকরির পরীক্ষা দিতে পারেনি ৷

#মালদহ: সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আদিবাসী সংগঠনের রেল ও রাস্তা অবরোধ কর্মসূচিতে রবিবার কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের যোগাযোগ। সকাল থেকে মালদার আদিনা স্টেশনে রেলপথ অবরোধ করে আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খন্ড দিশম পার্টি। বেলার দিকে গাজলের ছিটকামহল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কও শুরু হয় অবরোধ।
অবরোধের জেরে মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। একইভাবে সড়ক পথে আটকে যায় বহু দূরপাল্লার বাস এবং অন্যান্য যানবাহন। অবরোধ কর্মসূচিতে সবচেয়ে বিপাকে পড়েন পিএসসির চাকরিপ্রার্থীরা।
রবিবার সকাল ১১টা থেকে শিলিগুড়িতে উত্তরবঙ্গের চাকরিপ্রার্থীদের পিএসসি পরীক্ষার কথা ছিল। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ট্রেনেই আটকে থাকেন পরীক্ষার্থীরা। ফলে মালদহ ও দুই দিনাজপুর জেলার কয়েক হাজার শিক্ষিত যুবক যুবতী সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ নিতে পারেননি। এনিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
বিহারের আজম নগর রোড স্টেশনে পাল্টা বিক্ষোভ শুরু করেন পিএসসি পরীক্ষার্থীরা। দেরিতে হলেও পরীক্ষার সুযোগ পাওয়ার অথবা পরীক্ষার দিনবদলের দাবি তুলে পরীক্ষার্থীরা। এর ফলে অবরোধ উঠে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ ট্রেন চালু করতে বিলম্ব হয়।এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার কার্যত ভোর থেকেই আন্দোলনের নামে আদিবাসী সংগঠন গুলি।
advertisement
মালদহের আদিনার পাশাপাশি উত্তর দিনাজপুরের ডালখোলাতে বড় ধরনের জমায়েত করে ও রাস্তা অবরোধ কর্মসূচি শুরু হয়।এর ফলে মালদা আটকে পড়ে মালবাহী ট্রেন, বিহারের খুরিয়াল স্টেশনে আটকে পড়ে পদাতিক এক্সপ্রেস, আজমনগর রোড স্টেশনে আটকে পড়ে দার্জিলিং মেল এর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এই দুটি ট্রেনেই মালদহ ও দুই দিনাজপুর জেলার প্রচুর সংখ্যক পিএসসি পরীক্ষার্থী শিলিগুড়িতে চাকরির পরীক্ষার জন্য যাচ্ছিলেন। তাঁরা দীর্ঘ কয়েক ঘণ্টা বিভিন্ন স্টেশনে ট্রেনেই আটকে থাকেন।
advertisement
বেলা সাড়ে ১১টার পর বিভিন্ন স্টেশন এবং গুরুত্বপূর্ণ রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন আন্দোলনকারীরা। তবে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়। আন্দোলনকারী সংগঠনের নেতা মোহন হাঁসদা বলেন, আদিবাসীদের পৃথক সারনা ধর্ম রয়েছে। কিন্তু এতদিন দাবি জানালেও কেন্দ্রীয় সরকারে এনিয়ে পদক্ষেপ করেনি। আগামী ২০২১ জনগণনাতে আলাদা সারনা ধর্মের কলম ও কোড  রাখার দাবি করা হয়েছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে ফের বৃহত্তর আন্দোলন হবে।
advertisement
Sebak Deb Sarma
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আদিবাসী সংগঠনের রেল ও রাস্তা অবরোধের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের যোগাযোগ, পরীক্ষা দিতে পারলেন না কয়েক হাজার PSC পরীক্ষার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement