Travel Story: শীতের আমেজে খানাপিনা, গান! জমিয়ে অ্যাডভেঞ্চার করুন 'এই' পাহাড়ি জঙ্গলে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Travel Tips: পাহাড়ের কোলে গান আড্ডা খাওয়া দাওয়ায় জমজমাট পাইন ট্রি ফেস্টিভাল সঙ্গে থাকবে নিজের পছন্দের জিনিস কেনাকাটার সুযোগ এবং পাহাড়ের কোলে টেন্টে রাত্রি যাপন!
দার্জিলিং:পাহাড়ে ঘোরার পাশাপাশি যদি পাহাড়ের কোলে বসে নেপালি গানের সুরে সুর মিলিয়ে প্রকৃতিকে উপভোগ করা, যায় তবে কেমন হয়? উত্তরবঙ্গ মানেই যেমন পাহাড় জঙ্গল আর চা বাগানের অপরূপ সৌন্দর্য তেমনই উত্তরবঙ্গ জুড়েই রয়েছে শিল্প সংস্কৃতি থেকে শুরু করে নানা ভাষাভাষী মানুষের এক অপরূপ মেলবন্ধন। পাহাড় মানে এই পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা।
সেই অর্থেই হাতে একটু সময় পেলেই দূর-দূরান্ত থেকে পাহাড়ের শান্ত শীতল আবহাওয়ায় কিছুটা সময় কাটাতে ছুটে আসে পর্যটকেরা। তবে প্রত্যেক বছরের মতো এ বছরও পর্যটকদের আরও বেশি করে আনন্দ দিতে এবং উত্তরবঙ্গের পর্যটনে নয়া জোয়ার আনতে শুরু হলপাইন ট্রি ফেস্টিভাল।
আরও পড়ুন- দীপাবলির পরই সব তছনচ! শনির রোষে ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে কোন ৩ রাশির জীবনে?
ইতিমধ্যেই পাইন ট্রি ফেস্টিভালকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে সকলে। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি এই পাইন ট্রি ফেস্টিভাল? তবে জেনে রাখুন উত্তরবঙ্গের পর্যটনে নয়া জোয়ার আনতেই এই বিশেষ উদ্যোগ। এই ফেস্টিভ্যালে শুধু স্থানীয়রা নয়, ভিড় জমায় প্রচুর পর্যটকও। পাহাড়ের কোলে দুই দিনব্যাপী এই উৎসবে নেপালি গানের সুরে মেতে উঠে সকলেই। এই উৎসবে সকলকে আনন্দ দিতে মঞ্চ কাপিয়ে তোলে সকল তাবর তাবর গায়ক গাইকারা। পাহাড়ের কোলে বসে যদি লোকাল নেপালি গানের সুরে সুর মিলিয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করা যায় তাহলে সেই সুযোগ কি আর হাতছাড়া করা যায়। দার্জিলিং পাহাড়ের রোহিণী লেক গার্ডেনে আয়োজিত এই পাইন ট্রি ফেস্টিভালে আসলেই গানের সুরে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আপনি।
advertisement
advertisement
এই প্রসঙ্গে পাইন ট্রি ফেস্টিভাল এর এক সদস্য অভিষেক রাজগুপ্তা বলেন, “এই উৎসবের মধ্যে দিয়ে সকলেই এক সুন্দর সময়ের সাক্ষী হতে চলেছে, গান-বাজনা থেকে শুরু করে খাওয়া-দাওয়া কেনাকাটি-সহ রাতে থাকার জন্য অ্যাডভেঞ্চার ক্যাম্প সমস্তটাই রয়েছে একই ছাদের তলায়।” ইতিমধ্যেই উৎসবের আমেজে মেতে উঠেছে পাহাড় থেকে সমতল সেই অর্থে এই পাইন ট্রি ফেস্টিভাল সকলের মনে আলাদা করে জায়গা করে নেবে।
advertisement
আরও পড়ুন- সৌমেনের পর ইস্তফা দিলেন স্ত্রী সুমনাও! কেন? ব্লক তৃণমূল সভানেত্রীর পদত্যাগ ঘিরে জল্পনা
চারিদিকে সবুজে ঘেরা পাহাড় তার মাঝেই তৈরি হয়েছে বিশাল বড় মঞ্চ। যেখানে চলতি মাসের উনিশ এবং কুড়ি তারিখ অর্থাৎ শনি এবং রবিবার একের পর এক তাবড় তাবড় গায়ক গাইকারা তাদের কন্ঠে গান গেয়ে মন মুগ্ধ করবে সকলের। পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই নিজের ভ্রমণকে এক নতুন কিছুর সাক্ষী করতে পাহাড়ের কোলে গানের সুরে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে উৎসবের আমেজে মেতে উঠতে হলে অবশ্যই আসতে হবে রোহিনী লেক গার্ডেনে আয়োজিত এই পাইন ট্রি ফেস্টিভালে। এখানে এলে নিমিষেই মন ভাল হয়ে যাবে আপনার।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2024 3:38 PM IST