Travel News: পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান? হোটেল-গাড়ি বুকিংয়ে সমস্যা? এক ফোনেই হবে সমাধান, ফোন নম্বর রইল
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Travel News: পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে হোটেল-গাড়ি বুকিংয়ের সমস্যা হলে ভয় পাবেন না। রইল দারুণ সমাধান। নম্বর নোট করে রাখুন।
দার্জিলিং: শৈলশহরে গিয়ে সমস্যায় পড়লে চিন্তার কারণ নেই এক ফোনে পর্যটকদের হাতের নাগালে মিলে যাবে সমাধান। ইতিমধ্যেই নতুন বছরে জমজমাট শৈলরানি দার্জিলিং। শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছর জুড়েই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে দার্জিলিং। সেই অর্থে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পারে ঘুরতে আসা পর্যটকদের।
কখনও দালালের খপ্পরে পড়ে খাওয়াতে হয় টাকা আবার, কখনও সুলভ মূল্যে সঠিক হোমস্টে বা হোটেল কোথায় পাব এই নিয়ে চিন্তায় পড়েন অনেকে। আবার অনেক ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। তবে এবার থেকে সেই সমস্যাকে টাটা বাই বাই করতেই দারুণ উদ্যোগ গ্রহণ করেছে জিটিএ পর্যটন দফতর। একটি ফোন কলেই মিলে যাবে যে কোন সমস্যার সমাধান।
advertisement
আরও পড়ুন: বাড়িতে যখন-তখন বিড়াল ঢুকে পড়ছে? আবার চলেও যাচ্ছে? বাস্তু অনুযায়ী এর অর্থ কী জানুন
অনেকের কাছেই এই সুবিধার কথা এখনো হয়তো অজানা। বিগত বছর এবং চলতি বছরে পর্যটকের মৃত্যু থেকে শুরু করে শারীরিক অসুস্থতা জনিত বিভিন্ন ঘটনা সামনে উঠে এসেছে। এই অবস্থায় সব সময় পাশে থেকেছে জিটিএ পর্যটন দফতর। এই প্রসঙ্গে জিটিএ অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুরিজমের পরিচালক দাওয়া সেরপা জানান সারা বছর জুড়ে পর্যটকদের ভিড়ে জমজমাট থেকে পাহাড়।
advertisement
advertisement
আরও পড়ুন: কোথাও কিলবিল করছে সাপ-কোথাও শুকনো মরদেহ! বিশ্বের সবচেয়ে ভয়াবহ জায়গা কোনটি জানেন?
সে অর্থে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা সামনে উঠে আসে সেই কারণে ই আমি আমার নিজস্ব নাম্বার একটি হেল্পলাইন নম্বর হিসেবে পর্যটকদের জন্য দিয়েছি সেটা হল ৬২৯৬ ৮৭ ০০৫০ । এই নম্বরে যে কোন সমস্যায় যোগাযোগ করলে আমি নিজে গিয়ে পর্যটকদের সমস্যার সমাধান করে থাকি। পাশাপাশি বর্তমানে দার্জিলিং এর প্রাণকেন্দ্র চৌরাস্তা এবং দার্জিলিং রেলওয়ে স্টেশনে দুটি টুরিস্ট ইনফরমেশন সেন্টার ও খোলা হয়েছে। যেখানে পর্যটকেরা সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবে।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 5:37 PM IST