Most Dangerous Tourist Destinations: কোথাও কিলবিল করছে সাপ-কোথাও শুকনো মরদেহ! বিশ্বের সবচেয়ে ভয়াবহ জায়গা কোনটি জানেন?

Last Updated:
Most Dangerous Tourist Destinations: কেউ কেউ ভালবাসেন অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ। তাই তাঁরা রোমাঞ্চকর জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন। রইল ১০ খোঁজ, হাড়হিম হয়ে যাবে।
1/11
ভ্রমণ বা বেড়াতে যাওয়া অনেকটা নেশার মতো। বেড়াতে গেলে মন ভাল হয় তো বটেই, সেই সঙ্গে মনের মধ্যে সঞ্চারিত হয় একরাশ এনার্জি। কেউ সমুদ্র ভালবাসেন, তো কেউ পাহাড়। কেউ বা আবার জঙ্গলে ঘুরতে ভালবাসেন। কেউ কেউ ভালবাসেন অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ। তাই তাঁরা রোমাঞ্চকর জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন। আর দুঃসাহসিক এই অভিযানের জন্য তাঁরা বেছে নেন বিপজ্জনক জায়গাগুলি। তাহলে জেনে নেওয়া যাক, বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গাগুলি।
ভ্রমণ বা বেড়াতে যাওয়া অনেকটা নেশার মতো। বেড়াতে গেলে মন ভাল হয় তো বটেই, সেই সঙ্গে মনের মধ্যে সঞ্চারিত হয় একরাশ এনার্জি। কেউ সমুদ্র ভালবাসেন, তো কেউ পাহাড়। কেউ বা আবার জঙ্গলে ঘুরতে ভালবাসেন। কেউ কেউ ভালবাসেন অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ। তাই তাঁরা রোমাঞ্চকর জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন। আর দুঃসাহসিক এই অভিযানের জন্য তাঁরা বেছে নেন বিপজ্জনক জায়গাগুলি। তাহলে জেনে নেওয়া যাক, বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গাগুলি।
advertisement
2/11
হাওয়াই-এর ভলক্যানো ট্যুরস: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই হাওয়াই দ্বীপপুঞ্জ। যেখানে রয়েছে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি। দুঃসাহসী না হলে এখানে যাওয়া সম্ভব নয়।
হাওয়াই-এর ভলক্যানো ট্যুরস: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই হাওয়াই দ্বীপপুঞ্জ। যেখানে রয়েছে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি। দুঃসাহসী না হলে এখানে যাওয়া সম্ভব নয়।
advertisement
3/11
আমেরিকার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক: এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নেভাদা এবং ক্যালিফোর্নিয়ার মাঝে অবস্থিত এই ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
আমেরিকার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক: এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নেভাদা এবং ক্যালিফোর্নিয়ার মাঝে অবস্থিত এই ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
advertisement
4/11
ব্রাজিলের স্নেক আইল্যান্ড: ব্রাজিলের সাও পাওলো থেকে ৯০ মাইল দূরের এই দ্বীপটিতে রয়েছে প্রচুর সাপ। বলাই বাহুল্য যে, বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে এটি অন্যতম।
ব্রাজিলের স্নেক আইল্যান্ড: ব্রাজিলের সাও পাওলো থেকে ৯০ মাইল দূরের এই দ্বীপটিতে রয়েছে প্রচুর সাপ। বলাই বাহুল্য যে, বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে এটি অন্যতম।
advertisement
5/11
সাইবেরিয়ার ওমিয়াকন: রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত বিশ্বের সবথেকে ঠান্ডা জায়গা হল ওমিয়াকন। এখানকার তাপমাত্রা সবথেকে কম। তাই এখানে বেড়াতে গেলে যে কেউ রীতিমতো জমে যেতে পারেন।
সাইবেরিয়ার ওমিয়াকন: রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত বিশ্বের সবথেকে ঠান্ডা জায়গা হল ওমিয়াকন। এখানকার তাপমাত্রা সবথেকে কম। তাই এখানে বেড়াতে গেলে যে কেউ রীতিমতো জমে যেতে পারেন।
advertisement
6/11
আয়ারল্যান্ডের স্কেলিং মাইকেল পর্বত: আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের এই পর্বতমালা বিশ্বের বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম। রুক্ষ পথ এবং প্রায় এক ঘণ্টা নদীপথ পেরিয়ে তবেই এখানে পৌঁছতে হয়। ধস এবং খারাপ আবহাওয়ার কারণে সরকার এখানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
আয়ারল্যান্ডের স্কেলিং মাইকেল পর্বত: আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের এই পর্বতমালা বিশ্বের বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম। রুক্ষ পথ এবং প্রায় এক ঘণ্টা নদীপথ পেরিয়ে তবেই এখানে পৌঁছতে হয়। ধস এবং খারাপ আবহাওয়ার কারণে সরকার এখানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
advertisement
7/11
ইথিওপিয়ার ডানাকিল মরুভূমি: এটি বিশ্বের সবথেকে শুষ্ক এবং উষ্ণতম স্থান। এখানে রয়েছে সালফারের পাহাড় ও নদী। এখানে পাথর, জল, মাটি সব কিছুই হলদেটে রঙের।
ইথিওপিয়ার ডানাকিল মরুভূমি: এটি বিশ্বের সবথেকে শুষ্ক এবং উষ্ণতম স্থান। এখানে রয়েছে সালফারের পাহাড় ও নদী। এখানে পাথর, জল, মাটি সব কিছুই হলদেটে রঙের।
advertisement
8/11
তানজানিয়ার লেক ন্যাট্রন: উত্তর তানজানিয়ায় অবস্থিত বিপজ্জনক এই লবণ হ্রদটি বিশ্বের সবথেকে কস্টিক জায়গাগুলির মধ্যে অন্যতম। হ্রদের জল দেখতে খুব সুন্দর। কিন্তু এই হ্রদের জলে কোনও পাখি এসে বসলেও সেটি অবিলম্বে পুড়ে ছাই হয়ে যাবে।
তানজানিয়ার লেক ন্যাট্রন: উত্তর তানজানিয়ায় অবস্থিত বিপজ্জনক এই লবণ হ্রদটি বিশ্বের সবথেকে কস্টিক জায়গাগুলির মধ্যে অন্যতম। হ্রদের জল দেখতে খুব সুন্দর। কিন্তু এই হ্রদের জলে কোনও পাখি এসে বসলেও সেটি অবিলম্বে পুড়ে ছাই হয়ে যাবে।
advertisement
9/11
নামিবিয়ার স্কেলেটন কোস্ট: দক্ষিণ আফ্রিকার নামিবিয়ায় প্রায় ৫০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই স্কেলেটন কোস্ট। এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে কঙ্কাল। যে দৃশ্য রীতিমতো ভয় ধরায়।
নামিবিয়ার স্কেলেটন কোস্ট: দক্ষিণ আফ্রিকার নামিবিয়ায় প্রায় ৫০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই স্কেলেটন কোস্ট। এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে কঙ্কাল। যে দৃশ্য রীতিমতো ভয় ধরায়।
advertisement
10/11
মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট ওয়াশিংটন: এটি বিশ্বের বিপজ্জনক জায়গাগুলির মধ্যে অন্যতম। কারণ এখানে প্রবল বেগে বাতায় বয়ে থাকে। তাপমাত্রাও থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ফলে এখানে ঠান্ডা হাওয়ার দাপটে হাঁটা তো যাবেই না, দাঁড়িয়ে থাকাও প্রায় অসম্ভব।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট ওয়াশিংটন: এটি বিশ্বের বিপজ্জনক জায়গাগুলির মধ্যে অন্যতম। কারণ এখানে প্রবল বেগে বাতায় বয়ে থাকে। তাপমাত্রাও থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ফলে এখানে ঠান্ডা হাওয়ার দাপটে হাঁটা তো যাবেই না, দাঁড়িয়ে থাকাও প্রায় অসম্ভব।
advertisement
11/11
আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জ: আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জ রহস্যে ভরা। সেখানে বাস করেন জারোয়া সম্প্রদায়ের মানুষ। তাঁদের কাছে আধুনিকতার আলো পৌঁছয়নি। জারোয়ারা নিজেদের মতো সকলের থেকে বিচ্ছিন্ন থাকতেই পছন্দ করেন। তবে বহিরাগত অনেকে এখানে যাওয়ার চেষ্টা করে প্রাণ হারিয়েছেন।
আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জ: আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জ রহস্যে ভরা। সেখানে বাস করেন জারোয়া সম্প্রদায়ের মানুষ। তাঁদের কাছে আধুনিকতার আলো পৌঁছয়নি। জারোয়ারা নিজেদের মতো সকলের থেকে বিচ্ছিন্ন থাকতেই পছন্দ করেন। তবে বহিরাগত অনেকে এখানে যাওয়ার চেষ্টা করে প্রাণ হারিয়েছেন।
advertisement
advertisement
advertisement