ঘন কুয়াশা বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা
Last Updated:
#কলকাতা: জানুয়ারিতে শীতের দাপটে হাড়হিম বঙ্গের। উত্তুরে হাওয়ায় কাঁপছে কলকাতা-সহ গোটা রাজ্য সঙ্গে ঘন কুয়াশা ৷ রাজ্যের মতই ঘন কুয়াশায় ঢাকা উত্তর ভারতও ৷ এর ফলে এরাজ্যের সঙ্গে উত্তর ভারতে যোগাযোগকারী ট্রেনগুলি অস্বাভাবিক দেরিতে চলছে। কুয়াশার জেরে দেরিতে চলছে উত্তরবঙ্গ ও অসমগামী ট্রেনগুলিও। দেরিতে চলছে কমপক্ষে ৩৬টি ট্রেন ৷ বাতিল ২৮ টি ট্রেন ৷ ৯টি ট্রেনের সূচি পরিবর্তন করা হয় ৷ অস্বাভাবিক দেরিতে ২টি এয়ার ইন্ডিয়া বিমান ও দিল্লি-নিউইয়র্কগামী ২ এয়ার ইন্ডিয়া বিমান ৷
দেরিতে চলছে রাজধানী এক্সপ্রেস, দিল্লি দুরন্ত, অমৃতসর মেল, চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস সহ একাধিক ট্রেন ৷ প্রায় ২০ ঘণ্টা লেট জোধপুর এক্সপ্রেস ৷ দিল্লি থেকে বাতিল করা হয়েছে কালকা মেল এবং পূর্বা এক্সপ্রেস।
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে এরাজ্যের অধিকাংশ জায়গা ৷ এর জেরে দেরিতে চলছে ট্রেন ৷ প্রায় ২০-৩০ মিনিট দেরিতে চলছে একাধিক ট্রেন ৷ দেরিতে চলছে আপ দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ৷ এদিন দেরিতে নিউ জলপাইগুড়ি পৌঁছয় আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আপ উত্তরবঙ্গ এক্সপ্রেসও ৷ পাশাপাশি দেরিতে চলছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং অবধ অসম এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ৷
advertisement
advertisement
ঘন কুয়াশায় বিপর্যস্ত পূর্ব রেলের ট্রেন চলাচলও ৷ হাওড়া থেকে ১৭ ঘণ্টা দেরিতে ছাড়বে আপ হাওড়া-নয়াদিল্লি রাজধানী ৷ কাল রাত ৯টা ১০-এর বদলে ছাড়বে দুপুর ২.০৫-এ ৷ প্রায় ২৩ ঘণ্টা দেরিতে হাওড়া-হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস ৷ গতকাল দুপুর ২.১৫-এর বদলে ছাড়বে আজ দুপুর ১টায় ৷
কুয়াশার জেরে প্রতিদিনের মত রবিবারও উত্তরবঙ্গেও ট্রেন চলাচল ব্যাহত হয়। মূলত হাওড়া বা শিয়ালদহ থেকে মোগলসরাই পর্যন্ত যেতে সমস্যা হচ্ছে না। এরপরেই কুয়াশার জেরে গাজিয়াবাদ ও কানপুর পর্যন্ত পৌঁছতে অনেকটা সময় লাগছে ট্রেনগুলির। ট্রেন পৌঁছনোর পর ছাড়তে দেরি হওয়ায় ইয়ার্ডেও চাপ বাড়ছে। কম সময়ে বেশি সংখ্যক ট্রেনের রক্ষণাবেক্ষণেও সমস্যা হচ্ছে। যাত্রী ভোগান্তি হলেও নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন ছাড়তে তাড়াহুড়ো করতে রাজি নয় রেল কর্তৃপক্ষ। বিশে জানুয়ারি পর্যন্ত সমস্যা চলতে পারে বলেই মনে করা হচ্ছে।
advertisement
কুয়াশার চাদরে ঢাকা ডুয়ার্সের একাংশ ৷ কুয়াশার জেরে ট্রেনের পাশাপাশি সড়কপথে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে ৷ জাতীয় সড়ক ও এশিয়ান হাইওয়েতে সমস্যা ৷ আলো জ্বালিয়ে চলছে গাড়ি ৷ দৃশ্যমানতা কম থাকায় আস্তে চলছে যানবাহন ৷ দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক ৷ নদিয়া জেলায় যেমন কুয়াশার দাপট নেই ৷ ফেরি চলাচল স্বাভাবিক ৷ যান চলাচলও স্বাভাবিক সেখানে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2018 9:35 AM IST