Toy Train: জুলাই থেকে বন্ধ, পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটবে কি আর টয় ট্রেন? বড় খবর
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Toy Train: অবশেষে প্রায় ৪ মাস পরে এই পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি পর্যটনমহল।
শিলিগুড়ি: অবশেষে দীর্ঘ চার মাস পর চালু হল এনজেপি – দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। এতদিন ঘুম থেকে দার্জিলিং রুটে জয়রাইড পরিষেবা স্বাভাবিক থাকলেও পর্যটকদের মধ্যে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এনজেপি থেকে দার্জিলিং রুটে টয় ট্রেন পরিষেবার চাহিদাই আলাদা। অবশেষে প্রায় ৪ মাস পরে এই পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি পর্যটনমহল। রবিবার এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে আবার ছুটল হেরিটেজ টয়ট্রেন। সবুজ পতাকা দেখিয়ে কয়দিন যাত্রা সূচনা করেন ডিআরএম।
গত ৫ জুলাই থেকে এই রুটে টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পাহাড়ে ধসের কারণে টয়ট্রেনের লাইনের বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। শুক্র ও শনিবার ট্রায়াল রান সফল হয়েছে। রবিবার থেকে তাই পাহাড়ের পথে ছুটল টয় ট্রেন। অপরদিকে দেখা গেল বেশ কিছু বিদেশি পর্যটক এনজেপি থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণে গেলেন। তাঁরা শেয়ারও করলেন ট্রয় ট্রেনে চেপে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার বিষয়টি।
advertisement
আরও পড়ুন: বাবা হওয়ার পথে গুপ্ত ঘাতক ডায়াবেটিস! কেড়ে নেয় শারীরিক সম্পর্কের ইচ্ছা, বাঁচার পথ কী?
কাঠিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এতদিন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পুনরায় লাইন মেরামত করে দিনকয়েক ধরে সেই সমস্ত ট্র্যাকে ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে। এর পরে সব কিছু ঠিকঠাক করে আজ থেকে পুনরায় চালু হল এই পরিষেবা। খুব শীঘ্রই ঘুম ফেস্টিভ্য়াল হতে চলেছে, তার আগে এই পরিষেবা চালু করতে পেরে আমার খুশি। পর্যটকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় না পেয়ে নির্দ্বিধায় টয় ট্রেনে যাত্রা করুন।
advertisement
advertisement
আরও পড়ুন: বাড়িতে পায়রা আসে-বাসা বাঁধে? কাঁড়ি-কাঁড়ি টাকা নাকি কোনও ভয়ঙ্কর ইঙ্গিত! কী বলছে বাস্তুশাস্ত্র জানুন
আগামী বছর পুজোর মরশুমে ডিএইচআর-এর তরফে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে বলে খবর। এখন থেকেই এর প্রস্তুতি ও পরিকল্পনা নেওয়া শুরু হবে রেলের তরফে। এদিন সাংবাদিক বৈঠক শেষে ডিআরএম-সহ রেলের আধিকারিকরা সবুজ পতাকা নাড়িয়ে টয়ট্রেনের যাত্রার সূচনা করেন। দীর্ঘদিন পর টয়ট্রেন চালু হওয়াতে রেল ও পর্যটন মহলে খুশির হাওয়া লক্ষ্য করা গিয়েছে।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2024 8:34 PM IST