Toy Train Accident: রক্তে ভাসল চারিদিক, টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর! ওষুধ কিনতে গিয়ে সব শেষ!
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Toy Train Accident: ওষুধ কিনতে গিয়ে ঘরে ফেরা হল না বোনের। রেল লাইন পারাপার করার সময় ঘটে গেল বিপত্তি, গল্পের মাঝেই লাইনে হঠাৎ চলে আসে টয় ট্রেন। টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রীর! আহত আরও এক কিশোরী।
কার্শিয়াং: ওষুধ কিনতে গিয়ে ঘরে ফেরা হল না বোনের। রেল লাইন পারাপার করার সময় ঘটে গেল বিপত্তি, গল্পের মাঝেই লাইনে হঠাৎ চলে আসে টয় ট্রেন। সবকিছু বোঝার আগেই ঘটে যায় দুর্ঘটনা। টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রীর! আহত আরও এক কিশোরী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শৈলশহরে। ঘটনার পর কার্শিয়াং রেল স্টেশনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
এদিকে ওই ঘটনায় দার্জিলিং হিমালয়ান রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই স্কুল ছাত্রীর নাম রোশনি রাই। সে কার্শিয়াংয়ের মকাইবাড়ি এলাকার বাসিন্দা। বেসরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল রোশনি। ঘটনায় আহত হয়েছে তার দিদি প্রতীক্ষা রাই বয়স ১৯ বছর। যদিও ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও দোষ নেই বলে জানিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ।
advertisement
advertisement
সোমবার সকালে দিদির সঙ্গে ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়। কার্শিয়াংয়ে বাজারের কাছে লাইন পারাপার হওয়ার সময় টয়ট্রেনটি পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর তড়িঘড়ি দু’জনকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় ও ট্রাফিক পুলিশ প্রথমে কার্শিয়াং সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে চিকিৎসার পরে প্রতীক্ষাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রোশনি আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
হাসপাতাল থেকে পরিবারের লোক তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করে। কিন্তু ভোররাতে মৃত্যু হয় রোশনির। এই বিষয়ে মৃতার দাদা বিবেক শর্মা বলেন, এখানে রেলের গাফিলতি রয়েছে। এই বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর রিশভ চৌধুরী বলেন, “এখানে রেলের কোনও গাফিলতি নেই৷ ওই দুই স্কুল ছাত্রী লাইন ধরে চলছিল। তাদের কানে হেডফোন লাগানো ছিল। এতে লোকো পাইলট একাধিকবার হুইসেল দিলেও তারা শুনতে পায়নি। সাধারণ মানুষভাবে যে টয়ট্রেন ধীরে চলে। তাই তারা গুরুত্ব দিতে চান না। কিন্তু তারা এটা ভুলে যায় এটিও একটি যন্ত্র।”এদিকে, এই ঘটনার পরই মঙ্গলবার কার্শিয়াং স্টেশনে রোশনি রাইয়ের ছবি বসিয়ে বিক্ষোভে বসে স্থানীয়রা।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 6:56 PM IST