Rasikbeel Mini Zoo: চিড়িয়াখানায় আসতে চলেছে নতুন প্রাণী! আকর্ষণ বাড়ছে পর্যটকদের মধ্যে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
এই চিড়িয়াখানায় রয়েছে মেছো বিড়াল, চিতাবাঘ, হরিণ, বিভিন্ন ধরনের পাখি ও সরীসৃপের একাধিক প্রজাতি। এবারে হাওড়ার গড়চুমুক চিড়িয়াখানা থেকে দুটি স্ত্রী মেছো বেড়াল এখানে আনা হচ্ছে।
কোচবিহার: জেলা কোচবিহারের একমাত্র চিড়িয়াখানা রসিকবিল মিনি চিড়িয়াখানা। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত এই চিড়িয়াখানাটি বহু পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময় ধরে এই চিড়িয়াখানা বেশ অনেকটাই প্রসিদ্ধ হয়ে উঠেছে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র হিসেবে। এছাড়াও এই চিড়িয়াখানায় রয়েছে মেছো বিড়াল, চিতাবাঘ, হরিণ, বিভিন্ন ধরনের পাখি ও সরীসৃপের একাধিক প্রজাতি। তবে এবার বেশকিছু পরিবর্তন হতে চলেছে এই চিড়িয়াখানার মধ্যে। যেগুলি পর্যটকদের আকর্ষণ আরোও অনেকটাই বাড়িয়ে তুলবে চিড়িয়াখানার প্রতি। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করা হয়েছে প্রশাসনিক ভাবে।
আরও পড়ুনঃ রোজ সকালে একগ্লাস ছাতুর শরবত! ব্যাস ম্যাজিকের মতো ফল! পাবেন এই ১০ উপকার! জেনে চমকে উঠবেন…
বন দফতরের কোচবিহার ডিভিশনের ডিএফও আসিতাভ চ্যাটার্জী জানান, “প্রতিবছর বিভিন্ন চিড়িয়াখানার সঙ্গে বিভিন্ন চিড়িয়াখানার প্রাণী আদলবদল করা হয়ে থাকে। যেখানে যেটি বেশি রয়েছে সেখান থেকে কম থাকা চিড়িয়াখানায় সেটি পাঠানো হয়। কোচবিহারে দীর্ঘ সময় ধরে মাত্র একটি পুরুষ মেছো বিড়াল ছিল এই চিড়িয়াখানায়। তাই পর্যটকরা তাঁকে দেখতেই পেতেন না বেশিরভাগ সময়। এবার হাওড়ার গড়চুমুক চিড়িয়াখানা থেকে দুটি স্ত্রী মেছো বিড়াল এখানে আনা হচ্ছে। যাতে পর্যটকেরা তাঁদের খুনসুঁটি দেখে আনন্দ পেতে পারেন। এছাড়া বাচ্চাদেরও আগামীতে আকর্ষণ বাড়বে এই চিড়িয়াখানার প্রতি অনেকটাই।”
advertisement
তিনি আরও জানান, “রসিকবিল মিনি চিড়িয়াখানা ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। শেষ মরসুমে প্রচুর শিশু জন্ম নেয় ঘড়িয়ালের। তাই বর্তমানে ঘড়িয়ালের সংখ্যা এখানে অনেকটাই রয়েছে। তাই এখান থেকে মোট ছয়টি ছোট ঘড়িয়াল এবং একটি প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল পাঠানো হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়।\” চিড়িয়াখানায় বেড়াতে আসা এক পর্যটক মনোজ পাল জানান, \”তিনি আগেও এই চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে যেভাবে চিড়িয়াখানাকে উন্নত করা হচ্ছে। এই বিষয়টি আরোও বহু পর্যটকের আকর্ষণের কারো। এছাড়া মেছো বিড়াল আসার পর চিড়িয়াখানার আকর্ষণ আরোও বাড়বে পর্যটকদের মধ্যে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাজারে মাত্র ৬০ দিন মেলে…! ব্লাড প্রেশার-ডায়াবেটিস দূর করার জাদুকাঠি ছোট্ট এই ফল! গায়ে ঘেঁষবে না রোগ
বর্তমান সময়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন মেছো বিড়াল গুলিকে চিড়িয়াখানায় নিয়ে আসার জন্য। এছাড়া ঘড়িয়ালদের প্রস্তুত করা হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় পাঠানোর জন্য। চিড়িয়াখানায় নতুন প্রাণীর আগমনের কথা প্রকাশ হতেই অনেকটা উদ্দীপনা দেখতে পাওয়া যাচ্ছে পর্যটকদের মধ্যে। আগামীতে এই চিড়িয়াখানার প্রতি আগ্রহ আরোও অনেকটাই বাড়বে পর্যটকদের।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 5:45 PM IST