Alipurduar Tourism: জয়গাঁ পর্যটন প্রসারে উদ্যোগী পর্যটন ব্যবসায়ীরা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Alipurduar Tourism: পাশাপাশি দুটি শহর জয়গাঁ ও ফুন্টশোলিং। ভুটানের ফুন্টশোলিং ছবির মত সুন্দর। কোনও নোংরা, আবর্জনার লেশমাত্র সেখানে দেখা যাবে না। অথচ ভুটান গেট পেরিয়ে জয়গাঁতে প্রবেশ করলেই ছবিটি অন্যরকম হয়ে যায়
আলিপুরদুয়ার: পাশাপাশি দুটি শহর জয়গাঁ ও ফুন্টশোলিং। ভুটানের ফুন্টশোলিং ছবির মত সুন্দর। কোনও নোংরা, আবর্জনার লেশমাত্র সেখানে দেখা যাবে না। অথচ ভুটান গেট পেরিয়ে জয়গাঁতে প্রবেশ করলেই ছবিটি অন্যরকম হয়ে যায়।
পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে জয়গাঁ জুড়ে। কিন্তু জয়গাঁতে এখনও সেই অর্থে গড়ে ওঠেনি পর্যটন ক্ষেত্র। ফুন্টশোলিং যথেষ্ট উন্নত, পর্যটনে নাম করছে।জয়গাঁ এলাকাটিকে পর্যটকদের কাছে আলাদাভাবে তুলে ধরার জন্য সচেষ্ট পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
পর্যটন ব্যবসায়ীদের মতে, পর্যটকরা জয়গাঁ নাম শুনলেই ভাবেন সাজানো শহর। কিন্তু এখানে এসে এতো নোংরা আবর্জনা দেখে তাঁদের ধারণা বদলে যায়। যারফলে জয়গাঁ পর্যটনের প্রসার নেই।ভুটানের মত জয়গাঁয় পরিচ্ছন্নতা জরুরি, তবেই পর্যটকদের মনে জায়গা করে নেবে এই স্থান। এমনি বিষয় নিয়ে এদিন জয়গাঁতে আলোচনা করেছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
জয়গাঁতে ইস্টার্ন হিমালায়া ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বচ্ছতা হি সেবা নামক এক কর্মসূচির বিষয়ে জানানো হয়। এই কর্মসূচির মাধ্যমে জয়গাঁ এলাকাকে পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে। প্রথমে জয়গার প্রতিটি ব্যবসায়ীদের সচেতন করা হবে। যেহেতু জয়গাঁ ব্যবসার শহর তাই এই শহরের বড় ভূমিকা রয়েছে ব্যবসায়ীদের বলে জানান পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানান, “আমাদের মত পর্যটন ব্যবসায়ী ও ব্যবসায়ীদের দায়িত্ব শহরটি পরিচ্ছন্ন রাখার, যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সুস্বাস্থ্য দেবে শহরবাসী ও পর্যটকদের।যেখানে সেখানে নোংরা যাতে পর্যটকরা না ফেলেন সেদিকেও দেখা হবে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 25, 2024 10:13 PM IST









