Tourism Project: হোটেল ব্যবসায় টান! নয়া পর্যটন প্রকল্পে বড়সড় বদল! জানুন কী কী নিয়ম হল

Last Updated:

Tourism Project: নতুন স্থায়ী রিসোর্ট বা হোটেল গড়ার অনুমতি দেওয়া হবে না, তবে অস্থায়ী ইকো ট্যুরিজম প্রকল্প নির্দিষ্ট অনুমতি সাপেক্ষে চালু করা যেতে পারে

+
গরুমারা

গরুমারা জঙ্গল

জলপাইগুড়ি: বংশবৃদ্ধি রক্ষার্থে বাড়ানো হল এলাকা! বন্যপ্রাণীদের খেয়াল রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নিল বনদফতর।গরুমারা জাতীয় উদ্যানের সীমানার বাইরে নতুন করে ২৭৮ বর্গ কিলোমিটার এলাকা ইকো সেনসিটিভ জোন (ESZ) হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। এই এলাকায় একাধিক পরিবেশগত বিধিনিষেধ কার্যকর করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা, পর্যটন শিল্প ও বনজীবীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইকো সেনসিটিভ জোনের মধ্যে মাইনিং, পাথর ভাঙার কাজ, নতুন শিল্প স্থাপন, জলবিদ্যুৎ প্রকল্প এবং কাঠের মিলের সম্প্রসারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, দূষিত জল নদীতে ফেলা কিংবা বাণিজ্যিকভাবে জ্বালানি কাঠ ব্যবহারের ওপরও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে লাটাগুড়ি, ধূপঝোড়া, রামশাই, নাগরাকাটা এবং মেটেলির মত এলাকার পর্যটন ব্যবসার চেহারাও বদলে যেতে পারে।
advertisement
advertisement
নতুন স্থায়ী রিসোর্ট বা হোটেল গড়ার অনুমতি দেওয়া হবে না, তবে অস্থায়ী ইকো ট্যুরিজম প্রকল্প নির্দিষ্ট অনুমতি সাপেক্ষে চালু করা যেতে পারে। এছাড়া, ইকো সেনসিটিভ জোনের মধ্যে গাছ কাটার ক্ষেত্রে বনদফতরের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া রিলস বা ভিডিও শুটের জন্য ড্রোন ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।সূত্র মারফত জানা গেছে, জেলা স্তরের কমিটি দ্রুত বৈঠকে বসবে এবং নতুন মাস্টার প্ল্যান তৈরি করবে। স্থানীয় বাসিন্দারা ও পর্যটন ব্যবসায়ীরা এ সিদ্ধান্তের ফলে কীভাবে প্রভাবিত হবেন, সে বিষয়েও রাজ্য বনদফতর আলোচনা চালিয়ে যাচ্ছে। পরিবেশ সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, স্থানীয় পর্যটন ও ব্যবসায়িক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tourism Project: হোটেল ব্যবসায় টান! নয়া পর্যটন প্রকল্পে বড়সড় বদল! জানুন কী কী নিয়ম হল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement