টোটো চালকের অদম্য চেষ্টা! ছেলেকে পাঠালেন বিদেশে, মন ভাল করা খবর
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
টোটো চালিয়েও এ এক অন্য নজির গড়লেন বাবা। একসময় নিজে হাট বাজারে হকারি করতেন। ছেলেকে পড়াশোনা করিয়েছেন কলকাতায়। এখন টোটো চালান। কলকাতার পর এবারে ছেলে কে পড়াশোনার জন্য পাঠাবেন বিদেশে।
মালদা: টোটো চালান তিনি। আর্থিক পরিস্থিতি খুব একটা ভাল নয়। তবে স্বপ্ন দেখেছিলেন বড়। ছেলেকে পড়াশোনার জন্য পাঠাবেন বিদেশে, এটাই ছিল ইচ্ছে। মালদহ জেলার গাজোল ব্লকের তুলসী ডাঙ্গার বাসিন্দা কালিপদ সাহা। ছেলে শিব শংকর সাহা সবে অংক ‘গ্রাফ থিওরি’ নিয়ে পিএইচডি করেছে। সুযোগ হল উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়াশোনার।
খড়গপুর আইআইটি থেকে অংকের ‘গ্রাফ থিওরি’ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের পর এবার পোস্ট ডক্টরেট জন্য শিব শংকর সাহা পাড়ি দেবেন ইজরায়েলে। আপাতত ১ বছরের চুক্তিতে ইজরায়েলের রমত গান শহরের বার-ইলন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা জন্য পাড়ি দেবেন মালদহের শিব শংকর সাহা। সেখানে বার-ইলন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আলেকজান্ডার গুটারম্যানের অধীনে পরামর্শমূলক গবেষণা এবং প্রশিক্ষণ নেবেন তিনি।
advertisement
ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র শিব শংকর সাহা। মালদহের গাজোল এইচএনএম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এর পর কলকাতার যাদবপুর হাইস্কুলে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন বালিগঞ্জ সায়েন্স কলেজে। সেই কলেজ থেকে এমএসসি পাশ করার পর খড়গপুর আইআইটিতে পড়ার সুযোগ হয়। সেখানেই অংকের ‘গ্রাফ থিওরি’ নিয়ে পিএইচডি সম্পন্ন করার পর আরও উচ্চশিক্ষার জন্য সুযোগ হয়েছে বিদেশে পড়াশোনার।
advertisement
advertisement
আরও পড়ুন- হাতের কাজের প্রতি টুকটাক আগ্রহ…! হাওড়ার গৃহবধূ কোথা থেকে কোথায় পৌঁছে গেল… অভাবনীয়
তাঁর মা রুমা সাহা বলেন, “খুব কষ্ট করে সংসার করে ছেলে কে বড় করেছি। ওর বাবা আগে হাট বাজারে দোকান করত। এখন টোটো চালায়। ছেলের এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে।”
তাঁর বাবা কালিপদ সাহা বলেছেন, “আগে শুনতাম ধনীদের ছেলে-মেয়েরা বিদেশে পড়াশোনার সুযোগ পায়। আমি টোটো চালক। নিজের ছেলেকে এই জায়গায় দেখে খুব গর্বিত অনুভব হচ্ছে।\”
advertisement
উচ্চশিক্ষায় অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে ভিন দেশে পাড়ি দেবে মালদহের শিব শংকর সাহা। টোটো চালকের ছেলের এমন সাফল্য অনুপ্রেরণা যোগাবে জেলার মেধাবী পড়ুয়াদের।
-জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 3:10 PM IST