West Bengal news: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, ঘটনাস্থলে গেলে আক্রান্ত পুলিশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal news: মালদহের কালিয়াচকে আক্রান্ত পুলিশ। দশ বছরের নাবালিকা ছাত্রীকে শীলতাহানি টোটোচালকের। স্কুলে নিয়ে যাওয়ার পথে শ্লীলতাহানীর অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে টোটো চালককে আটক করে মারধর স্থানীয়দের।
কালিয়াচক: মালদহের কালিয়াচকে আক্রান্ত পুলিশ। দশ বছরের নাবালিকা ছাত্রীকে শীলতাহানি টোটোচালকের। স্কুলে নিয়ে যাওয়ার পথে শ্লীলতাহানীর অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে টোটো চালককে আটক করে মারধর স্থানীয়দের।
ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ। আহত এক সাব ইন্সপেক্টর, দুই সিভিক ভলান্টিয়ার, পুলিশের গাড়ি চালক ও ভিলেজ পুলিশ। মালদহের কালিয়াচকের করারি চাঁদপুর হারকালাটোলা এলাকায় ঘটনা।
advertisement
জানা গিয়েছে, বছর দশেকের ওই নাবালিকা টোটো করে স্কুলে যাওয়ার সময় প্রায় ৫০ বছর বয়সের ওই টোটোচালক নাবালিকার শ্লীলতাহানি করে। গ্রামের লোক দেখতে পেয়ে টোটো চালককে বেধড়ক মারধর করে। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তকে আটকে রেখে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় কিছু বাসিন্দা। পুলিশকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আহত হন কালিয়াচক থানার সাব ইন্সপেক্টর কার্তিক তালুকদার, দুজন সিভিক ভলেন্টিয়ার, গাড়ির ড্রাইভার এবং ভিলেজ পুলিশও।
advertisement
বাড়তি বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন কালিয়াচকের এসডিপিও ফয়সাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী। আটক করা হয়েছে ওই টোটোচালককে। ঘটনার পর ধরপাকড়ের ভয়ে এলাকা কার্যত পুরুষ শূন্য, টহল দিচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 9:19 PM IST