#মালদহ: মালদহের টোটো বিস্ফোরণকাণ্ডে ব্যাটারিতেই লুকিয়ে রহস্য। ব্যাটারিতে বিস্ফোরণের ফলেই এই ঘটনা বলে মনে করছেন পুলিশের তদন্তকারীরা। বিস্ফোরণের পর চালকের শরীরের নিচের অংশ প্রায় অক্ষত ছিল, কিন্তু উপরের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশের ধারণা, চালকের পিঠের দিকে অর্থাৎ যাত্রী সিটের নিচে যে ব্যাটারি থাকে তাতেই বিস্ফোরণ হয়।
ওই টোটো অতিরিক্ত মাল বোঝাই ছিল বলে মনে করছেন পুলিশের তদন্তকারীরা। যে কারখানা থেকে মালপত্র নিয়েছিলেন টোটো চালক তাঁরাও জানাচ্ছেন, টোটোয় চার কুইন্টালেরও বেশি মালপত্র বোঝাই করা হয়েছিল। এছাড়া যে এলাকায় বিস্ফোরণ হয়েছে তার পাশেই রয়েছে একটি কালভার্ট। সেখানে অসমান রাস্তা বিস্ফোরণে সাহায্য করে থাকতে পারে বলে মত তদন্তকারীদের। টোটোর ব্যাটারি চারটির মধ্যে অন্তত দুটির বিস্ফোরণ হয় বলে অনুমান পুলিশের। অতিরিক্ত মাল বহনের ফলে নতুন দুটি ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে। ব্যাটারির সঙ্গে যুক্ত ইলেকট্রিক তার কোনভাবে আলগা হয়ে গিয়ে স্পার্কিং এর সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কোন বিস্ফোরক থাকলে রাস্তার নিচে গর্ত তৈরি হতো বলেও পুলিশের তদন্তকারীদের ধারণা। তবে ব্যাটারি-ই বিস্ফোরণের কারণ কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষায় রয়েছে পুলিশ।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Toto Blast