Cooch Behar News: জল বাড়ছে তোর্ষা নদীর! ঝুঁকি নিয়ে নৌকা পারাপার শহরের কালীঘাট এলাকায়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
কোচবিহার ২ নং কালীঘাট রোড এলাকায় খেয়া পারাপার ঘাট। এই দুই পথে রীতিমত ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পারাপার করেন বহু মানুষ
কোচবিহার: কোচবিহার শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্ষা নদী। ফলে মূল শহর থেকে দিনহাটা কিংবা মাথাভাঙা যেতে হলে ঘুঘুমারি সেতু পেরিয়ে যেতে হয়। একটি মাত্র সেতু দিয়ে অনেকটা ঘুরপথে সাধারণ মানুষকে চলাচল করতে হয়। তাই কোচবিহারের দুটি এলাকায় নদী পারাপার হয় ডিঙি নৌকার মাধ্যমে। একটি কোচবিহার রাণী বাগান সংলগ্ন তোর্ষা ফেরি ঘাট। অন্যটি কোচবিহার দুই নং কালীঘাট রোড এলাকায় খেয়া পারাপার ঘাট। এই দুই পথে রীতিমত ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পারাপার করেন বহু মানুষ।
কোচবিহার দুই নং কালীঘাট রোড এলাকার ফেরি ঘাটের নৌকার চালক ভুলু হোসেন জানান, প্রতি বছর ঘাটের টেন্ডার নেওয়া হয়। সেজন্য সারাটা বছর তারাই নৌকা চালিয়ে থাকেন। তবে বর্ষার সময় নদীর জল বাড়লে খুব সমস্যায় পড়তে হয়। জল বেশি বেড়ে গেলে নৌকা বন্ধ রাখতে হয় কিছুটা সময়। আবার নৌকা চালানোর মত পরিস্থিতি হলে শুরু করা হয় খেয়া পারাপার। তবে বছরের অন্যান্য সময় সেরকম একটা সমস্যা হয় না। বর্ষার সময় নদীর জল বাড়লে পাড় ভেঙে যায় মাঝে মধ্যেই। তখন নদীর ঘাট তৈরি করতে হয় বারবার।
advertisement
advertisement
নদী পারাপার করা এলাকার দুই স্থানীয় বাসিন্দা রাহুল আলি ও মনোজ রায় জানান, “কোচবিহারবাসীর একাংশই প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছে এই পথে চলাচল করতে। তবে এই ভাবে ঝুঁকি নিয়ে নদী পারাপার করার সময় বিপদের আশঙ্কা লেগেই থাকে। তাই সকলে চান যাতে এই নদী পারাপার করার জন্য আরও একটি বা দুটি বিকল্প সেতু তৈরি হয়। বর্তমানে একটি সেতু থাকার কারণে অনেকটা ঘুরে চলাফেরা করতে হয়। তাতে অনেকটাই সময় লেগে থাকে। তাই যদি একটি বিকল্প সেতু তৈরি হয় তোর্ষা নদীতে তবে খুবই সুবিধা হবে সকলের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও প্রতি বছরের মত এই বছরও এই পরিস্থিতি চলছে। নদীর জল বেড়ে ওঠার কারণে অনেকটা ঝুঁকি রয়েছে। তবুও খেয়াপার করতে এখানে আসছেন অনেক মানুষ। বর্ষার মরসুমে এই ঝুঁকি আরও অনেকটাই বেড়ে যায়।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 2:23 PM IST