পোকা লেগে যাচ্ছে সাধের 'টম্যাটো'য়? রান্নাঘরের একটা জিনিস ছিটিয়ে দিলেই জব্দ রোগ!

Last Updated:

Tomato: গাছে পোকা লাগছে? রোগ থেকে বাঁচতে টম্যাটো গাছে অবশ্যই ব্যবহার করুন এই জিনিস!

+
পোকা

পোকা লেগে যাচ্ছে সাধের 'টোম্যাটো'য়? রান্নাঘরের একটা জিনিস ছিটিয়ে দিলেই জব্দ রোগ!

উত্তর দিনাজপুর: টম্যাটো মূলত শীতকালীন সবজি হলেও উত্তর দিনাজপুর জেলার গ্রামে গঞ্জে সারা বছর এই টমেটো চাষ করা হয়। বাণিজ্যিকভাবেই টম্যাটো চাষ ভীষণ লাভজনক তাই অনেকে জমিতে বিভিন্ন প্রজাতির টমেটো চাষ করে থাকেন। তবে চাষিরা টম্যাটো চাষ করতে গিয়ে বেশ কয়েকটি  সমস্যায় পড়েন। ফলে প্রত্যাশিত ফসল তারা ঘরে তুলতে পারেন না। তাই টম্যাটো চাষ করার ক্ষেত্রে বেশ কিছু রোগ সম্পর্কে সচেতন হওয়া জরুরি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।
advertisement
Tomato, পোকা লেগে যাচ্ছে সাধের 'টোম্যাটো'য়? রান্নাঘরের একটা জিনিস ছিটিয়ে দিলেই জব্দ রোগ!
advertisement
পোকা লেগে যাচ্ছে সাধের ‘টম্যাটো’য়? রান্নাঘরের একটা জিনিস ছিটিয়ে দিলেই জব্দ রোগ!
এগ্রিকালচার বিভাগের সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে যুক্ত কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন দেবভূতি জানান ,
টমেটো গাছে বিভিন্ন ধরনের রোগ ও পোকার উৎপাত দেখা যায়। সেগুলি হল-
টমেটোর ফল ফেটে যাওয়া : তাপমাত্রার দ্রত পরিবর্তন ও জলের ঘাটতির কারণে  কখনও কখনও টমেটো ফেটে যায়। এতে টমেটো খাবারের অযোগ্য হয়ে পড়ে।
advertisement
টমেটোর টোবাকো ক্যাটারপিলার:এই রোগে টমেটো গাছের পাতায় বিভিন্ন ধরনের পোকা র উৎপাত দেখা যায়। কয়েক দিনের মধ্যে এরা ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে
টমেটোর ব্যাক আই রোগ: এই রোগে মাটির কাছাকাছি থাকা ফলের নিচের দিকে প্রথমে পচা শুরু হয় এবং ক্রমশ তা উপরের দিকে ছড়িয়ে পড়ে।
advertisement
টমেটো গোড়া পচা রোগ:  এই রোগের ফলে টমেটোর গাছে সমস্ত গোড়া পচে যায়। এই সমস্ত রোগ থেকে বাঁচতে টমেটোর গাছে অবশ্যই  চুন ব্যবহার করুন । এছাড়া চাপানো সার হিসেবে ক্যান সার ব্যবহার করলে এবং দুই গ্রাম চুন প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভাল ফল পাওয়া যাবে।
advertisement
তাছাড়া টমেটোর বীজের মধ্যে অনেক সময় রোগ-জীবাণু লুকিয়ে থাকে। যেমন, আগাম ধ্বসা বা আর্লি ব্লাইট রোগ, মোজেইক ভাইরাস, ছত্রাকজনিত ঢলে পড়া ইত্যাদি রোগের জীবাণু বীজে থাকতে পারে। মাটিতে ফেলার পর জল পেয়ে সেসব রোগ-জীবাণু সক্রিয় হয়ে ওঠে। ফলে চারা মারা যায়। আবার অনেক সময় বীজতলার মাটিতেও কিছু রোগ-জীবাণু থাকতে পারে।
advertisement
আরও পড়ুন- বলুন তো, কোন প্রাণী ‘মুখ’ দিয়ে সন্তান প্রসব করে…? আশেপাশেই রয়েছে কিন্তু! চেনেন?
সেজন্য বীজতলার মাটিও শোধন করে নিলে ভাল হয়। গরম জলে ভিজিয়ে  রাখলে বীজের গায়ে লেগে থাকা বা ভেতরে থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাক জীবাণু মরে যায়। এরপর ভিজে যাওয়া বীজ তুলে ছায়ায় শুকিয়ে বপন করতে হবে।
advertisement
পিয়া গুপ্তা 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পোকা লেগে যাচ্ছে সাধের 'টম্যাটো'য়? রান্নাঘরের একটা জিনিস ছিটিয়ে দিলেই জব্দ রোগ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement