ভোট প্রক্রিয়া নিয়ে সচেতনতা, জলপাইগুড়িতে আবার ভোট!

Last Updated:
#জলপাইগুড়ি:  আবার ভোট! কিন্তু ভোট তো হয়ে গেছে আঠেরোই এপ্রিলই। তাহলে কি পুননির্বাচন? না, জলপাইগুড়িতে হয়ে গেল মিছিমিছি ভোট। ভোটের কথা জানতেও পারেনি নির্বাচন কমিশন। জানবেই বা কী করে? ভোটের আয়োজন করেছিল খুদেরা।
খুদেদের মিছিমিছি ভোট। তাই ভোটের কথা জানলই না নির্বাচন কমিশন। ছোটদের ভোট দেখল জলপাইগুড়ির ময়নাগুড়ি।
জলপাইগুড়িতে তো ভোট হয়ে গেছে আঠেরোই এপ্রিল। তাহলে আবার কেন ভোট? তাও আবার ছোটদের? ছোট তো কী, ভোট নিয়ে সচেতন হওয়ার অধিকার তো সবার। তাই ময়নাগুড়ির একটি ক্লাবের খুদে সদস্যরা আয়োজন করেছিল ভোটের। যেখানে প্রার্থী থেকে ভোটার, কেউই আঠেরো ছোঁয়নি। তবুও সকাল সকাল হয়ে গেল ভোটদান। ভোট ভোট খেলায় আঙুলে কালি লাগল স্কেচপেনের। নিরাপত্তার বড় দায়িত্বও ছোট একজনের কাঁধেই পড়ল।
advertisement
advertisement
সাইকেল চিহ্নে ক্লাস ফাইভের প্রিয়দর্শিনী চৌধুরী ও আর মোবাইল চিহ্নে ক্লাস সিক্সের দেবপ্রিয়া চক্রবর্তীর মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ৩০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ২২জন। আর বাতিল হয়ে যায় দু'টি ভোট। মোবাইলের সঙ্গে যুদ্ধে চারটি ভোট কম পেয়ে থেমে গেল সাইকেলের চাকা।
এ ভোটে যুদ্ধ ছিল.. হার-জিত ছিল.. তবে ছিল না অশান্তি... গন্ডগোলের আওয়াজ ছাপিয়ে শোনা গেল কচিকাঁচাদের হুল্লোড়... মিছিমিছি ভোট তাই হাসিখুশির।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভোট প্রক্রিয়া নিয়ে সচেতনতা, জলপাইগুড়িতে আবার ভোট!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement