আজ মালদহে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, গত লোকসভা ও বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল

Last Updated:

এবার বিধানসভায় মালদহে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল শিবির। তবে তৃণমূলের বরাবরই দুশ্চিন্তা মালদহের দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব। এই অবস্থায় মালদহে মমতা কী রাজনৈতিক বার্তা দেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

#মালদহ: বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে আজ, বুধবার, মালদহে কর্মী সভায় যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে উত্তর দিনাজপুর থেকে মালদহে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। এরপর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম সংলগ্ন মাঠে মুখ্যমন্ত্রীর কর্মীসভা। গত ২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে একমাত্র মালদহ জেলায় কোনও আসনে জেতেনি তৃণমূল। ২০১৯ লোকসভা নির্বাচনেও জেলার দুটি আসনে হেরেছে তৃণমূল। গত পাঁচ বছরেরও বেশি সময় মালদহে দলের পর্যবেক্ষক' ছিলেন শুভেন্দু অধিকারী । গত কয়েক বছরে মালদহে বিজেপির শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার বিধানসভায় মালদহে ত্রিমুখী লড়াই নিশ্চিত। গত লোকসভায় হারলেও লোকসভার ফলাফলের নিরিখে মালদহের রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় এগিয়ে তৃণমূল। এবার বিধানসভায় মালদহে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল শিবির। তবে তৃণমূলের বরাবরই দুশ্চিন্তা মালদহের দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব। এই অবস্থায় মালদহে মমতা কী রাজনৈতিক বার্তা দেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
advertisement
২০১৬ বিধানসভা নির্বাচনে মালদহ জেলাতে ১২টি আসনের মধ্যে একটি আসনেও জেতেনি তৃণমূল। রাজ্যের একমাত্র এই জেলাতেই খাতায় খুলতে পারেনি তৃণমূল। এনিয়ে বারবারই আক্ষেপ শোনা গিয়েছে দলনেত্রীর গলায়। উন্নয়নের কাজ করেও মালদহে কেন ভাল ফল করা যাচ্ছে না তা নিয়ে প্রকাশ্যে অভিমান জানাতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
২০১৬ বিধানসভা নির্বাচনে মালদহের বেশিরভাগ আসনেই জোটের সঙ্গে সরাসরি লড়াই হয়েছিল তৃণমূলের। ফলে ভোটের শতাংশ বাড়লেও আশানুরূপ ফল পায়নি তৃণমূল। এবার বিজেপির শক্তি বৃদ্ধির ফলে ত্রিমুখী লড়াই বড় ভরসা তৃণমূলের । ভোট কাটাকাটির লড়াইয়ে ৩৫ থেকে ৪০ শতাংশের আশেপাশে ভোট পেলেই মালদহের অধিকাংশ আসনে জয় নিশ্চিত বলে ধারণা রাজনৈতিক মহলের। ফলে লোকসভা ভোটে এগিয়ে থাকা দুটি আসন ছাড়াও অন্যান্য কয়েকটি আসনকে টার্গেট করে এগোচ্ছে তৃণমূল।
advertisement
মমতার সভা মমতার সভাস্থল
মালদহের ইংরেজবাজারে আজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ইংরেজবাজার - এই গত লোকসভায় জেলার মধ্যে সবচেয়ে বেশি ৯৪ হাজারেরও বেশি ভোটে লিড পেয়েছিল বিজেপি। তৃণমূলের পক্ষে জেলার কঠিনতম কেন্দ্র ইংরেজবাজার থেকেই সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় আজ লড়াইয়ের বার্তা দেবেন। পাশাপাশি জেলায় চিরাচরিত গোষ্ঠী দ্বন্দ নিয়েও আজ মমতা কড়া বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। মমতার বক্তব্যে শুভেন্দু প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনাও দেখছেন রাজনৈতিক মহল। কারণ গত পাঁচ বছরের বেশি সময় মূলত শুভেন্দু অধিকারীর হাতেই মালদহের সংগঠনের দায়িত্ব দিয়ে রেখেছিলেন তৃণমূল নেত্রী। শুভেন্দু দলত্যাগের প্রভাব মালদহেও পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের। জেলার তৃণমূল নেতৃত্বের অনেকেই এখনও শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখেন বলে দলের অন্দরেই খবর। ফলে এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে নজর।
advertisement
সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে মালদহের দলীয় কর্মীদের চাঙ্গা করতে আজকের সভাকে কাজে লাগাতে চাইছে তৃণমূল।জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূর জানিয়েছেন, আজকের সভায় লক্ষাধিক মানুষের জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। জেলায় সব প্রস্তুতি সম্পূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আজ মালদহে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, গত লোকসভা ও বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement