কোচবিহারে তৃণমূলের প্রধানের ছেলেকে খু*নের ঘটনায় ধৃত ১! উদ্ধার ৯ এমএম পি*স্ত*ল-সহ চারটি গু*লি!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এক সপ্তাহ আগে কোচবিহার ডোডেয়ার হাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল প্রধান ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায়কে। সেই খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুন্ডিবাড়ী থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম বিনয় রায় । তার কাছ থেকে পুলিশ একটি বন্দুক সহ চারটি গুলিও উদ্ধার করা হয়েছে।
কোচবিহার, শুভঙ্কর সাহা: এক সপ্তাহ আগে কোচবিহার ডোডেয়ার হাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল প্রধান ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায়কে। সেই খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুন্ডিবাড়ী থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম বিনয় রায় । তার কাছ থেকে পুলিশ একটি ৯ এমএম পিস্তল সহ চারটি গুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি কোচবিহারের বানেশ্বর সিদ্ধেশ্বরী এলাকায়। তবে ধৃত বর্তমানে শিলিগুড়িতে থাকত। এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত রয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে । রবিবার, ভোররাতে তাঁকে আসাম-বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে এই খুনের সেটা এখনও পরিষ্কার নয়। তবে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিবাদ ছিল। এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে বলে পুলিশের দাবি । এই সমস্ত ঘটনাই তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে ।
advertisement
advertisement
উল্লেখ্য, গত ৯ আগস্ট কোচবিহার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ডোডেয়ার হাট বাজারে ডাঁওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়-কে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 3:52 PM IST