Tmc Leader: অবাক কাণ্ড! তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন, তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tmc Leader: ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতর উচ্ছেদের নোটিস দিলেও তিনি তা উপেক্ষা করেছেন।
#রায়গঞ্জ: একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির যেমন অভিযোগ উঠছে, তেমনই উঠছে বেআইনি নির্মাণের অভিযোগও। সেই সূত্রেই এবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নেতা অনিলচন্দ্র দেবনাথের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দীর্ঘদিন দিন ধরে ইট, বালি, পাথরের ব্যবসা করার অভিযোগ উঠেছিল। শেষমেশ তাঁর সেই বেআইনি নির্মাণ ভেঙে জায়গা খালি করে দেওয়া হল শনিবার।
ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতর উচ্ছেদের নোটিস দিলেও তিনি তা উপেক্ষা করেছেন। সরকারি জমি দখল করে কংক্রিটের বিল্ডিং নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। দিন কয়েক আগে ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে তাঁকে বিল্ডিং ভেঙে সরকারি জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
কিন্তু সেই নির্দেশের কোনও পালনই করেননি অনিল দেবনাথ। রীতিমতো সরকারি নির্দেশ অমান্য করেন তিনি। শেষমেশ শনিবার ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা ওই জায়গায় উপস্থিত হয়ে তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভেঙে দেন।
আরও পড়ুন: উত্তরবঙ্গের ৩ জেলার সঙ্গে বিহারের কিছু অংশ মিলিয়ে বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে: সুখেন্দু শেখর রায়
এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ওই তৃণমূল নেতা। যদিও তিনি এ বিষয়ে মুখ খোলেননি। বরং অনিলবাবুর স্ত্রী বেলাদেবী বলেন, ''এই ব্যবসা আমার নামে। কিন্তু আমার স্বামীকে নোটিস দেওয়া হয়েছিল। তাই প্রশাসনের চিঠি নিতে আমি অস্বীকার করেছিলাম। আমরা এ বিষয়ে আইনের দ্বারস্থ হব বলে ঠিক করেছি।'' বিএলএলআরও শুভঙ্কর সাহা এ বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি কেবল বলেন, ''বিডিও ও ডিএম সাহেব যা বলার বলবেন।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 1:08 PM IST