তৃণমূল নেতা খুন, পুলিশ যাকে গ্রেফতার করল, নাম শুনে হতভম্ব এলাকার মানুষ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
tmc leader murder: খুন হয়েছিলেন তৃণমূল নেতা। এমন লোক গ্রেফতার হবে, ভাবতেই পারছেন না এলাকার মানুষ।
কালিয়াচক: মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার গ্রেফতার এক পঞ্চায়েত প্রার্থী। আব্দুল মান্নান নামে ধৃত যুবক সুজাপুরের বালুপুর এলাকার বাসিন্দা।
গত পঞ্চায়েত বোর্ডের সদস্যও তিনি। দিনকয়েক আগেই তৃণমূল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। এবারও সুজাপুর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন ধৃত আব্দুল মান্নান।
কংগ্রেসের টিকিটে তিনি সুজাপুর পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন বলে দাবি তৃণমূলের। যদিও কংগ্রেসের দাবি, তাকে দলের টিকিট দেওয়া হয়নি। গতকাল খুনের ঘটনায় ছজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী জীবু বিবি। ঘটনায় অন্যতম অভিযুক্ত আব্দুল মান্নানকে কালিয়াচকের চামাগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন- তিন মাসের জন্য সব জঙ্গলের দরজা বন্ধ! সাফারি করতে পারবেন না পর্যটকরা
আজ ধৃতকে মালদা আদালতে তোলা হয়। ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি।
খুনের ঘটনার পর আজও থমথমে সুজাপুর এলাকা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সকলের গ্রেপ্তার করতে হবে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
-ঝন্টু মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 5:58 PM IST