TMC: কর্মীদের মন বোঝা থেকে বাড়ি বাড়ি গিয়ে বৈঠক, উত্তরবঙ্গে প্রচারে জোর শাসক দলের

Last Updated:

সাইকেল চালিয়ে নিজের এলাকায় ঘুরে ঘুরে বৈঠক করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। একাধিক গ্রামে গিয়ে তিনি দেখা করলেন সেখানের বাসিন্দাদের সঙ্গে। শুনলেন তাদের 'মন কি বাত'।

উত্তরবঙ্গে প্রচারে জোর শাসক দলের
উত্তরবঙ্গে প্রচারে জোর শাসক দলের
আবীর ঘোষাল, ইটাহার: চাটাই পেতে উঠোনে বৈঠক শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। সাইকেল চালিয়ে নিজের এলাকায় ঘুরে ঘুরে বৈঠক করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। একাধিক গ্রামে গিয়ে তিনি দেখা করলেন সেখানের বাসিন্দাদের সঙ্গে। শুনলেন তাদের ‘মন কি বাত’। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেন জানিয়েছেন, ‘‘সভা বা মিটিং, মিছিল করে নয়। আমরা একেবারে মানুষের বাড়ি পৌঁছে যেতে চাই। তারা কি বলছেন জানতে চাই। সেই কারণে আমি নিজেও একাধিক বাড়িতে গিয়েছি ৷ গ্রামের উঠোনে বসে গল্প করলাম। জানতে চাইলাম তাদের কি কি প্রয়োজন রয়েছে ?’’ এর পাশাপাশি দলের যারা নিচুতলার কর্মী তাদের মনের কথা বুঝতে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। বিভিন্ন ব্লকে গিয়ে গিয়ে কথা বলেছেন তিনি কর্মীদের সঙ্গে। বুঝে নিতে চেয়েছেন তাদের মন।
উত্তরবঙ্গের আদিবাসী এলাকায় অভিনব কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। চালু হচ্ছে উঠোন বৈঠক। আদিবাসীদের ঘরে ঘরে গিয়ে প্রকল্পের কথা বলবে তৃণমূল কংগ্রেস। বোঝাবে আদিবাসী সম্পর্কে তৃণমূল কংগ্রেসের অবস্থান। বিজেপি ভুল বোঝাচ্ছে এই বার্তা দেবে এই বৈঠকে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা দিয়ে এই কর্মসূচি শুরু হল। আদিবাসী ভোট পেতে মরিয়া বিজেপি শিবির। লোকসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি লোকসভা আসনে ফ্যাক্টর হবে আদিবাসী ভোট। ২০১৯ বা ২০২৪ সালে লোকসভা ভোটে যে সব কেন্দ্রে জয় হাসিল করতে পেরেছিল, সেই সব সংসদীয় আসনের মধ্যে একাধিক জায়গায় আদিবাসী-জনজাতি ভোট ফ্যাক্টর ৷
advertisement
advertisement
২০১৯ সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে যে সংখ্যক এই আসন পেয়েছিল বিজেপি ৷ তা ২০২১ সালের ভোটে কমে যায়। অ্যাডভান্টেজ বিধানসভা আসনের প্রেক্ষিতে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। যদিও শতাংশের বিচারে দু’জনের তুল্যমূল্য লড়াই চলছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসও চাইছে আদিবাসী, জনজাতি বা প্রান্তিক মানুষের কাছে জনসংযোগ বাড়াতে। তাই বড় বড় সভা, মঞ্চ বেঁধে বক্তৃতা না করে, একেবারে ঘরের উঠোনে বসে তাদের সমস্যা বুঝে নিতে। যা গ্রামাঞ্চলের ভোটে পঞ্চায়েত কেন্দ্রিক অংশে অত্যন্ত কার্যকর হবে বলে মত তাদের। ইতিমধ্যেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলা সফর করেছেন। ২০২৪ সালে পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমলেও ইটাহার বিধানসভা যে লোকসভার অন্তর্ভুক্ত সেই বালুরঘাট হাতছাড়া হয় শাসক দলের।
advertisement
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই আসন জিতেই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন।আদিবাসী গ্রামে তাদের বাড়িতে গিয়ে সরাসরি কথা বলে পরিস্থিতি বুঝেছেন ৷ এবার বিশেষ নজরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলি ৷ তাই অভিনব ‘উঠোন বৈঠক’ শুরু করা হল উত্তর দিনাজপুর দিয়ে। ধীরে ধীরে উত্তরের সব জেলায় ব্লক লেভেলে এই কর্মসূচি পালন করা হবে। উত্তর দিনাজপুরে আছে ৯টি ব্লক। দক্ষিণ দিনাজপুরে আছে ৬ টি ব্লক। এর মধ্যে একাধিক ব্লকে আদিবাসী ভোট ফ্যাক্টর। আবার দিনাজপুরেই বিজেপির রাজ্য সভাপতির আসন। তাই দিনাজপুর দিয়েই শুরু হচ্ছে এই উঠোন বৈঠক। গ্রামের বেশ কয়েকটি পাড়ার মধ্যে, বাড়ি বাছাই করা হচ্ছে। তারই উঠোনে বসে চলছে বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা। তাদের অসুবিধা কোথায়। প্রকল্পের সুবিধা পাচ্ছেন কী না? এমনকী, দল যে আদিবাসীদের অসম্মান করছে না, তাও এভাবেই বোঝানো হচ্ছে। ইটাহার বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯৭৬৯৭ ভোট। বিজেপি পেয়েছে ৬৬৯২৮ ভোট।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
TMC: কর্মীদের মন বোঝা থেকে বাড়ি বাড়ি গিয়ে বৈঠক, উত্তরবঙ্গে প্রচারে জোর শাসক দলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement