সপরিবারে হোটেলে গিয়ে ৭০০০ টাকার খাবার খেলেন চিকিৎসক, অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে মেটালেন বিল! আগন্তুকের বার্তা পড়ে চোখে এল জল

Last Updated:

আসলে ওই ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় প্রাতরাশ সারছিলেন। কিন্তু খাবারের বিল দিতে গিয়ে রীতিমতো অবাক হওয়ার পালা।

সপরিবার হোটেলে গিয়ে ৭০০০ টাকার খাবার খেলেন চিকিৎসক (Representative Image)
সপরিবার হোটেলে গিয়ে ৭০০০ টাকার খাবার খেলেন চিকিৎসক (Representative Image)
কথায় আছে যে, ‘না চাইতেই মুক্তো পাওয়া যায়, অথচ চাইলেও ভিক্ষা পাওয়া যায় না’। আসলে দান-ধ্যানের দুনিয়াটা বেশ অনন্য। যেখানে মানুষ নিজেদের নাম-পরিচয় আড়াল করে লক্ষ লক্ষ টাকা অনায়াসে দান করে দিতে পারেন। আসলে কাউকে বাঁচানোর জন্য নিঃস্বার্থ ভাবে নীরবেই তাঁরা এই টাকা দিয়ে থাকেন। অথচ এক-একটা পয়সার জন্য ভিক্ষা করতে দেখা যায় ভিক্ষুকদের। কখনও কখনও আবার আর্থিক ভাবে স্বচ্ছল কোনও পরিবারের মানুষ অজ্ঞাতপরিচয় কারও কাছ থেকে সাহায্য পেয়ে চমকে যান। এরকমই একটি ঘটনা ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। আসলে ওই ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় প্রাতরাশ সারছিলেন। কিন্তু খাবারের বিল দিতে গিয়ে রীতিমতো অবাক হওয়ার পালা। কারণ জানতে পারলেন, কোনও সহৃদয় ব্যক্তি তাঁদের খাবারের বিল পরিশোধ করে দিয়েছেন। তা-ও ১ কিংবা ২ হাজার টাকা নয়, কড়কড়ে সাড়ে সাত হাজার টাকা। কিন্তু সবথেকে যে বিষয়টা সকলের মন ছুঁয়ে গিয়েছিল, সেটি হল বিলের স্লিপে লেখা একটি মেসেজ। যেটা পড়ার পর চোখের জল ধরে রাখতে পারেননি ওই ব্যক্তিটি।
বিল কি অন্য কেউ পরিশোধ করেছিল?
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমার্জেন্সি রুম ফিজিশিয়ান হলেন ৪১ বছর বয়সী ডা. ম্যাক স্লটার। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে ফোর্ট ওয়ার্থে মিমিজ কাফেতে ব্রেকফাস্ট করতে গিয়েছিলেন তিনি। কিন্তু স্লটার যখন সেই খাবারের বিল দিতে যান, তখন তাঁকে কাফের কর্মী বলেন যে, কেউ তাঁদের ৮৫.২১ ডলারের বিল পরিশোধ করে দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭৪৮০ টাকা।
advertisement
advertisement
বিলের স্লিপে লেখা মেসেজ:
কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কাফের কর্মী স্লটারের হাতে একটি রিসিট ধরিয়ে দেন। যেখানে ছিল হাতে লেখা একটি মেসেজ। লেখা ছিল, “খুব ভাল বাবা হওয়ার জন্য ধন্যবাদ।” এরপর বিল স্লিপের পিছনের দিকটা চোখের সামনে মেলে ধরতেই দেখেন আরও একটি মেসেজ রয়েছে। লেখা ছিল, “এক বাবার থেকে অন্য বাবার জন্য। যেমনটা ওরা চায়, তেমন বাবা হওয়ার জন্য ধন্যবাদ। কে দেখল, তাতে কিছু আসে-যায় না।”
advertisement
কে লিখেছেন মেসেজ?
মেসেজটি এখানেই শেষ হয়নি। এতে আরও লেখা রয়েছে যে, “আমরা আপনার মতো পুরুষ আরও বেশি করে চাই। আপনি আপনার সন্তানদের কতটা ভালবাসেন, সেটা আমাদের দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।” সব শেষে লেখা রয়েছে, “একজন অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসকের কাছ থেকে।”
advertisement
এসডব্লিউএনএস-এর তথ্য অনুযায়ী, ডা. স্লটার বলেন যে, এই বার্তা পড়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। কেউ তাঁর এই প্রতিক্রিয়া দেখেননি। আর ওই ব্যক্তি ততক্ষণে ওই জায়গায় ছিলেন না। এটা ছিল খাঁটি মহানুভবতা। তিনি আরও বলেন যে, তিনি নিজের সন্তানদের সঙ্গে কাফেতে খেতে গিয়ে সাধারণ ডট গেম খেলছিলেন। ওই আগন্তুক এটা লক্ষ্য করেছিলেন। অথচ তিনি জানতেও পারেননি। প্রসঙ্গত মিউজিক মিটস মেডিসিন নামে একটি নন-প্রফিট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্লটার।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সপরিবারে হোটেলে গিয়ে ৭০০০ টাকার খাবার খেলেন চিকিৎসক, অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে মেটালেন বিল! আগন্তুকের বার্তা পড়ে চোখে এল জল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement