TMC councillor's husband tries to commit suicide: বিষ খেলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী, মারাত্মক অভিযোগ করলেন স্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন পৌষালি দেবী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অভিযোগ করেন, তাঁর স্বামীকে দলেরই কিছু লোক আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে (Suicide Attempt)।
#জলপাইগুড়ি: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি পৌরসভার ২৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি দাস সরকার। তাঁর স্বামী শান্তনু সরকার শনিবার সন্ধ্যা নাগাদ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এর পর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই শান্তনুবাবুর চিকিৎসা চলছে৷
আরও পড়ুন: কন্যা সন্তানের জন্ম দিয়েছে, মেলেনি পণ, স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিল সরকারি চাকুরে স্বামী
advertisement
advertisement
খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। কথা বলেন পরিবারের সঙ্গে।
এ দিন পৌষালি দেবী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে অভিযোগ করেন, তাঁর স্বামীকে দলেরই কিছু লোক আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। নির্বাচনের আগে থেকেই এই চক্রান্ত চলছিল। বিষয়টি তিনি দলকে জানাবেন বলেও দাবি পৌষালিদেবীর।
ঘটনায় পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অসুস্থ হয়েছেন শুনে দেখা করতে এসেছিলাম। তিনি এখন ভালো আছেন। তাকে সিসিইউতে স্থানান্তরিত করতে বললাম।' আত্মহত্যায় প্ররোচনা দেওরা অভিযোগ প্রসঙ্গে সৈকতবাবু বলেন, পৌষালীদেবী দলীয় ভাবে জানালে দল নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।
advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
Santanu Kar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2022 12:18 PM IST