Tmc Bengal Bjp: বিজেপিতে বড় ভাঙন ধরাল তৃণমূল! বড় দলবদলে মন্ত্রীর গড়েই টালমাটাল পদ্ম শিবির

Last Updated:

Tmc Bengal Bjp: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তিন শতাধিক কর্মীর।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
কোচবিহার:  নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল তিন শতাধিক বিজেপি কর্মী। বুধবার বোরোডাঙ্গায় তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের দিনহাটা -১ ব্লক সভাপতি শুধাংশু রায়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, ভেটাগুড়ি -২ অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার প্রমুখ।
তৃণমুল নেতা শুধাংশু রায় বলেন,  তিন শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ''আমরা কাউকে জোর করে দলে নেইনি। যারা এসেছিল তাদের ভয় দেখিয়ে তৃণমূলে নিয়েছে। তবে তারা মনেপ্রাণে বিজেপিতেই আছে।''
advertisement
advertisement
মাত্র দিন দুই আগেই খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গড়েই দলে দলে কর্মীরা তৃণমূল ছাড়বেন। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক তৃণমূল কর্মী। গত সোমবারের এই দলবদলে উত্তরে গেরুয়া শিবিরের ভিত আরও মজবুত হল বলে মনে করছে বিজেপি। বিজেপিতে আগত নতুন কর্মী সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
advertisement
গত সোমবার সন্ধ্যায় দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক ও দুই নম্বর অঞ্চলের বহু পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। বেশ কয়েকজন নতুন কর্মী সমর্থকও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপিতে আগত নতুন কর্মী সমর্থকদের নিয়ে ভেটাগুড়ি বাজারে একটি মিছিল করে বিজেপি নেতৃত্ব।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tmc Bengal Bjp: বিজেপিতে বড় ভাঙন ধরাল তৃণমূল! বড় দলবদলে মন্ত্রীর গড়েই টালমাটাল পদ্ম শিবির
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement