ভোট নিয়ে এখনও পর্যন্ত কমিশনে জমা পড়েছে ৪৬২টি অভিযোগ

Last Updated:
#কলকাতা: সকাল ১০টা পর্যন্ত আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে কমিশনে ৪৬২টি অভিযোগ পড়েছে ৷ ৪৩৬টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৷
অসম সীমানা ও ভুটান সীমান্ত ঘেঁষা, আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারে লড়াই এবার ত্রিমুখী। প্রার্থী থাকলেও লড়াইয়ে নেই কংগ্রেস। ১৯৭৭ থেকেই আলিপুরদুয়ার ছিল বাম-দূর্গ। প্রথম ধাক্কা ২০১৪-য়। সেবার ২১ হাজারের বেশি ভোটে জেতেন দশরথ তিরকে । এবারও দশরথেই ভরসা তৃণমূলের। টেক্কা দিতে তৈরি পদ্ম শিবিরও। আগের শক্তি না থাকলেও তৃণমূল-বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আরএসপিও। কোচবিহারে এবার তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই।
advertisement
কোচবিহারে বাড়তি নজর দিচ্ছে কমিশন। কোচবিহারে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথ ৬৮২টি। এখানে মোতায়েন রয়েছে ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের সংখ্যা প্রায় ৩৫০। এখানে মোতায়েন রয়েছে ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভোট নিয়ে এখনও পর্যন্ত কমিশনে জমা পড়েছে ৪৬২টি অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement