Traffic Problem: হচ্ছেটা কী! এক মাসে এতগুলো পথ দুর্ঘটনা... রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
দিনহাটা শহরের বাসিন্দা প্রদীপকুমার দেব বলেন, "দিনহাটা শহরে রাস্তার সম্প্রসারণ কাজ হয়নি দীর্ঘ সময় ধরে। তবে যানবাহনের সংখ্যা বেড়েছে অনেকটাই। বর্তমান সময়ে তাই প্রায় প্রত্যেকটি রাস্তায় যানজট লেগেই থাকছে।"
দিনহাটা: জেলা কোচবিহারের দিনহাটা মহকুমা। সীমান্ত লাগোয়া এই মহকুমা শহর প্রায় সবসময় যানজটে পরিপূর্ণ থাকে। সবমিলিয়ে যানজট মোকাবেলা করতে রীতিমতো বেগ পেতে হয় ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের। এরমধ্যে বাড়তি সংযোজন ট্রাক ও ডাম্পারের দৌরাত্ম্য। শেষ এক মাসে শহরের বুকে পরপর তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে ট্রাক ও ডাম্পারের থেকে। আর বর্তমান সময়ে এই সমস্যার কারণেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন স্থানীয়রা।
দিনহাটা শহরের বাসিন্দা প্রদীপকুমার দেব বলেন, “দিনহাটা শহরে রাস্তার সম্প্রসারণ কাজ হয়নি দীর্ঘ সময় ধরে। তবে যানবাহনের সংখ্যা বেড়েছে অনেকটাই। বর্তমান সময়ে তাই প্রায় প্রত্যেকটি রাস্তায় যানজট লেগেই থাকছে।”
advertisement
advertisement
এ বিষয়ে দিনহাটা শহরের ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় বলেন, “দিনহাটা শহরে যানজটের মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই সমস্যা মোকাবেলা করতে প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে। ট্রাক ও ডাম্পারের চলাচল শহরের বুকে কিছুটা নিয়ন্ত্রণ করতে নেওয়া হচ্ছে বিশেষ কিছু পদক্ষেপ। শহরের বেশ কিছু রাস্তার মধ্যে নো এন্ট্রি পয়েন্ট করে দেওয়া কথা চালানো হচ্ছে। এছাড়া শহরের বাইপাস রোড ওয়ান ওয়ে করার চিন্তা ভাবনাও করছেন তাঁরা।” শহরের বাসিন্দারা যানজট এবং পরপর সড়ক দুর্ঘটনার কারণে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2025 4:13 PM IST









