Jalpaiguri News: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়েও বাড়ি ফেরা হল না, এই কারণে আবারও ভর্তি হতে হল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
হাসপাতাল থেকে কানাই দেবনাথকে বাড়ি নিয়ে আসার সময় পাহাড়পুর পঞ্চায়েতের রেল গুমটির কাছে আচমকাই একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের টোটোকে ধাক্কা মারে
জলপাইগুড়ি: পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কানাই দেবনাথ। তিনি পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী। সম্প্রতি অসুস্থ হয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে চিকিৎসক ছুটি দিলে পরিজনরা তাঁকে টোটোয় করে বাড়ি নিয়ে আসছিলেন। কিন্তু বাড়ি ফেরার বদলে আবারও হাসপাতালে ভর্তি হতে হল কানাইবাবুকে। কারণ গাড়ির ধাক্কায় টোটোটি নয়ানজুলিতে গিয়ে পড়ে। সেই ঘটনায় জখম হন কানাই দেবনাথ। ফলে তাঁকে আবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে।
আরও পড়ুন: সাদরি ভাষায় কবিতা সম্মেলন
হাসপাতাল থেকে কানাই দেবনাথকে বাড়ি নিয়ে আসার সময় পাহাড়পুর পঞ্চায়েতের রেল গুমটির কাছে আচমকাই একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের টোটোকে ধাক্কা মারে। টোটোটি নয়ানজুলিতে গিয়ে পড়ে। এই ঘটনায় আহত হন কানাই দেবনাথ, প্রতিমা দেবনাথ এবং টোটো চালক উদয় দাস। স্থানীয়রা তাঁদের তিনজনকেই উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে স্থানীয়রা যখন উদ্ধার কাজ চালাচ্ছিল সেই সময় সুযোগ বুঝে বোলেরো গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। ফলে তাকে ধরা বা তার থেকে ক্ষতিপূরণ আদায় সম্ভব হয়নি।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 6:48 PM IST

