হোম /খবর /মালদহ /
স্কুল ভিতরই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় গ্রেফতার ৩, প্রশ্নে নিরাপত্তা

Malda News: স্কুল ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় গ্রেফতার ৩, প্রশ্নে নিরাপত্তা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন

ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন

স্কুলের মধ্যেই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। মালদহের গাজল থানা এলাকার ঘটনা। গত তিন দিন আগে স্কুলের ভবনে জোরপূর্বক এক ছাত্রীকে তুলে নিয়ে যায় তিন যুবক। ভবনের নির্জন ঘরে ওই নাবালিকাকে ধর্ষক করে বলে অভিযোগ।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: স্কুলের মধ্যেই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। মালদহের গাজল থানা এলাকার ঘটনা। গত তিন দিন আগে স্কুলের ভবনে জোরপূর্বক এক ছাত্রীকে তুলে নিয়ে যায় তিন যুবক। স্কুলের নির্জন ঘরে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে গাজোল থানায় স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১৮ই মার্চ। গাজলের একটি জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই নির্যাতিতা। ওইদিন বাড়ি থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে স্কুলে যায় ছাত্রী। তখনও স্কুলে ক্লাস শুরু হয়নি। অভিযোগ সেই সময় নির্যাতিতাকে স্কুলের দোতলার রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।

স্থানীয়দের দাবি, জুনিয়র হাই স্কুলটিতে কোনও সীমানা প্রাচীর নেই। স্কুলে ৩৯ জন ছাত্রছাত্রী থাকলেও, এক জন মাত্র শিক্ষক। শিক্ষকের দাবি, অসুস্থতার কারণে দু’দিন স্কুলে যেতে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন তিনি। ঘটনাটি নিয়ে খোঁজ নিচ্ছে জেলা প্রশাসনও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। সাম্প্রতিক কিছু সময়ে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

আরও পড়ুনঃ Malda News: সাইবার প্রতারণার শিকার হয়েছেন? টাকা গায়েব? এই নম্বরে ফোন করলেই মিলবে সুরাহা, ফেরত পেতে পারেন টাকাও

নির্যাতিতার মা জানান,ছাত্রীদের কাছ থেকে ঘটনার খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি মেয়ে কান্নাকাটি করছে। এরপরই সমস্ত ঘটনা শুনে স্কুলের শিক্ষককে জানানো হয়। কিন্তুু তার পরেও কোন কিছু বলতে পারেনি শিক্ষকেরা। এরপর গাজোল থানায় অভিযোগ দায়ের করেছি। আমি অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। মালদহে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান,"এমন অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

হরষিত সিংহ

Published by:Sudip Paul
First published:

Tags: Gang Rape, Malda, Malda News, School girl, West bengal