অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, কোলে তুলে হাসপাতালে নিয়ে গেলেন পুলিশকর্মী

Last Updated:

Madhyamik 2023: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল স্কুলের তিনজন ছাত্রী।

+
মাধ্যমিক

মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল

জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল স্কুলের তিনজন ছাত্রী। কর্তব্যরত পুলিশ কর্মী কোলে তুলে ছুটলেন হাসপাতালে। মঙ্গলবারএমনই দৃশ্য দেখা গেল ধুপগুড়িতে।
জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ তিন মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বেডেই দিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পরে পর পর তিন পরীক্ষার্থী।
আরও পড়ুন- আদিবাসী শিশুদের জন্য এক দশকের বেশি সময় ধরে চলে আসছে ফ্রী কোচিং সেন্টার
তিনজনকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসল ধূপগুড়ি থানার পুলিশ ও শিক্ষক শিক্ষিকারা ।বর্তমানে তিনজন ছাত্রী ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে। মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা।
advertisement
advertisement
জানা গিয়েছে,ধূপগুড়ির ব্লকের গোসাঁইরহাট রাজামোহন হাইস্কুলের দুইজন পরীক্ষার্থী এবং আংরাভাষা বংশীবদন হাইস্কুলের এক পরীক্ষার্থী আচমকাই অসুস্থ হয়ে পড়ে।
স্কুলের তরফে প্রাথমিক চিকিৎসা করা হলেও সুস্থ না হওয়ায় পরবর্তীতে ধুপগুড়ি থানার পুলিশের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের চিকিৎসা শুরু করে।
এর পর তিনজন সুস্থতা বোধ করলে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় মাধ্যমিক বোর্ডের তরফে।জানা যায়, গোসাঁইরহাট রাজামোহন হাইস্কুলের ছাত্রী মামনি রায়,তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল আংরাভাষা বংশীবদন হাইস্কুলে।
advertisement
আরও পড়ুন- বাবা গাছ কাটার কাজ করেন, মা গৃহবধূ, দারিদ্র্যকে সঙ্গী করে জয়ী খুদে তৃষা
সেখানেই পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যেই মামনি অসুস্থ পড়ে।অপর দিকে গোসাঁইরহাট রাজামোহন হাইস্কুলের গায়ত্রীরায় এবং অনিন্দিতা রায় অসুস্থ হয়ে পড়ে।এরা আংরাভাষা বংশীবদন হাইস্কুল এবং পূর্ব মল্লিকপাড়া স্কুলের ছাত্রী ছিলেন।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, কোলে তুলে হাসপাতালে নিয়ে গেলেন পুলিশকর্মী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement