সাতসকালে হাড়হিম দৃশ্য বাগডোগরার চা বাগানে, ছুটতে হল বন দফতরকে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Leopard: সাতসকালে চা বাগানে পা রাখতেই চক্ষু চড়কগাছ চা শ্রমিকদের।
#বাগডোগরা: সাতসকালে চা বাগানে পা রাখতেই চক্ষু চড়কগাছ চা শ্রমিকদের। চা বাগানের নালায় খেলছে চিতাবাঘের শাবক। ১-২টি নয়, মোট ৩টি চিতাবাঘের শাবক খেলছে চা বাগানের নালায়। বাগডোগরার গঙ্গারাম চা বাগানের মুনি ডিভিশনের ঘটনা। এদিন সকালে চা শ্রমিকরা পাতা তুলতে গিয়ে নালায় চিতাবাঘের শাবক দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে খবর দেন। সেখান থেকে খবর যায় বন দফতরে।

খবর পেয়েই ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা। বাগডোগরা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনটি চিতাবাঘের শাবককে উদ্ধার করে। আপাতত শাবক গুলিকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ জানান, সুস্থ অবস্থায় রয়েছে চিতাবাঘের শাবকগুলি। ওই এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে। চিতাবাঘের শাবক গুলিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
advertisement
advertisement
তবে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন বাগানে কাজ করা শ্রমিকরা। পাহাড়ের চা বাগানগুলিতে মাঝে মধ্যেই চিতাবাঘের হামলা হয়। বাগডোগরার একাধিক চা বাগানে চিতাবাঘের হামলার খবর মাঝে মধ্যেই শিরোনামে আসে। অক্টোবর মাসেই বাগডোগরা হাঁসখোয়া চা বাগানে জলের রিজার্ভারে পড়ে মৃত্যু হয়েছে এক চিতাবাঘের। চা বাগানের কর্মীরা প্রথমে চিতাবাঘটিকে দেখে বন দফতরে খবর দেন।
advertisement
কিন্তু বন দফতরের কর্মীরা আসার আগেই ওই চিতাবাঘটির মৃত্যু হয়। চিতাবাঘটি পালাতে গিয়ে পিছলে ওই জলভর্তি রিজার্ভারে পড়ে যায়। তারপরে অনেক চেষ্টাতেও আর উঠতে পারেনি। বন কর্মীরা চিতাবাঘটিকে তোলার ব্যবস্থা করলেও ততক্ষণে ডলে ডুবে মৃত্যু হয়ে যায় প্রাণীটির।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 2:35 PM IST