জীবনের নানা সমস্যা দূর করবেন কবিগুরু! কীভাবে পথ দেখাবেন রবীন্দ্রনাথ? জানুন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
সমাজের দরিদ্র ও নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
মালদহ, জিএম মোমিন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুসরণ করলেই সহজ হতে পারে জীবনযাত্রা। মুহূর্তে দূর হবে জীবনে চলার পথের একাধিক সমস্যা! কীভাবে কবিগুরুকে অনুসরণ করলে মিলবে সেই পথ? এবার জানালেন সাহিত্যবিদরা।
রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কবিতা ও সাহিত্যের মাধ্যমে সমাজকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। নিজের লেখার দ্বারা সমাজতন্ত্র, সাম্যবাদকে তুলে ধরেছেন। সমাজের সর্বস্তরের মানুষের জীবনযাত্রা সহজ এবং সফল করার লক্ষ্যে লিখেছেন একাধিক কাব্যগ্রন্থ।
আরও পড়ুনঃ বর্ষার ভরা জোয়ারে নেমে পড়েন নদীতে! সুন্দরবন বাঁচাতে এই যুবকরা যা করেন…! সত্যিই অনবদ্য
বর্তমানে অধিকাংশ মানুষ অবশ্য ব্যক্তিগত সমস্যাকেই মূল সমস্যা হিসেবে দেখেন। তাই কোথাও গিয়ে যেন নিজেদের জীবনযাত্রাকে সীমিত করে ফেলেন তাঁরা। তবে সমস্ত রকম সমস্যার সমাধানেই কবিগুরু নিজের চিন্তাধারা ব্যক্ত করেছেন।
advertisement
advertisement
মানুষ কঠিন অবস্থায় কীভাবে নিজেকে সময়ের সঙ্গে পরিবর্তন করবেন, কীভাবে সমাজে বসবাস করবেন, সমাজে চলার ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনধারার পথ বুঝিয়ে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী নয় জীবনের প্রত্যেক মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করলেই বিভিন্ন সমস্যা থেকে মিলবে মুক্তি বলে অভিমত সাহিত্যবিদদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কবিগুরু যেভাবে শিক্ষাকে মানুষের কর্মের অন্যতম চাবিকাঠি হিসেবে তুলে ধরেছেন, সেভাবেই বিশ্বভ্রাতৃত্ব, শিক্ষা, মানবতাবাদী আদর্শকেও গুরুত্ব দিয়েছেন। কবিগুরুর এই চিন্তাধারা অনুসরণ করেই বিশ্বের বহু মানুষ সফলতা অর্জন করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2025 6:47 PM IST









