Malda News: আসল নাম নয়! পাগলাঘাট নামেই পরিচিত মালদহের এই গ্রাম! কারণ কী জানেন?

Last Updated:

মালদহ জেলার কালিয়াচক দুই ব্লকের পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই গ্রামটির আসল নাম হচ্ছে পঞ্চানন্দপুর যা জেলার অধিকাংশ বাসিন্দাদের কাছে পরিচিত পাগলা ঘাট নামে।

+
পাগলাঘাট

পাগলাঘাট

মালদহ: জেলায় পাগলাঘাট নামে পরিচিত এই গ্রাম। যার আসল নাম জানেন না অনেকেই।‌ মালদহের গঙ্গা নদীর তীরবর্তী লাগোয়া এই গ্রাম পরিচিতি পায় পাগলাঘাট নামে। তবে এর আসল নামটি বললে চিনতে পারবেন না অনেকেই। এই গ্রামটি জেলায় এই নামেই পরিচিতি পায়। শহরের বাস স্ট্যান্ড হোক বা গ্রামের বাজার সব জায়গাতেই এই নামে চেনা হয় এই গ্রামকে। তবে কেন বলা হয় এই গ্রাম কে পাগলাঘাট তা আজও অজানা অনেকের কাছে। মালদহ জেলার কালিয়াচক দুই ব্লকের পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই গ্রামটির আসল নাম হচ্ছে পঞ্চানন্দপুর যা জেলার অধিকাংশ বাসিন্দাদের কাছে পরিচিত পাগলা ঘাট নামে।
আরও পড়ুনঃ বর্ষার দিনে এসি চালানোর আগে-পরে এই ৪ টিপস মাথায় রাখুন! নাহলে চরিতরে খারাপ হবে দামি জিনিস
স্থানীয়দের মতে প্রায় ৫০ বছর আগে এই এলাকাটি বহু চর্চিত ছিল। এখানেই ছিল একটি বাজার যার পাশ দিয়ে বয়ে গিয়েছিল পাগলা নামে একটি নদী। বর্তমানে যে গঙ্গা নদীটি রয়েছে তা সেই এলাকা থেকে অনেকটাই দূরে ছিল। একসময় এই এলাকায় ব্যাপক ভাঙনের ফলে গঙ্গা নদীটি সেখানে থাকা পাগলা নদীর সঙ্গে মিলিত হয়। জাহিরটোলা, আলাদিটোলা সহ একাধিক গ্রাম এবং জনবসতি ছিল গঙ্গা তীরবর্তী এলাকায় যা গঙ্গায় বিলীন হয়েছে। অনেকের মতে গঙ্গা নদী এবং পাগলা নদীর মিলনের পর থেকে এই এলাকা কে পাগলাঘাট নামে চেনা হত। আবার অনেকে বলেন গঙ্গা নদীর ভাঙনের আচরণকে পাগলের সঙ্গে তুলনার পর এলাকাবাসী এই জায়গাটিকে পাগলাঘাট নামে ডাকতেন। যদিও এই নামটির ইতিহাস সম্পর্কে আজও অস্পষ্ট অনেকে। তবে এর আসল নাম হচ্ছে পঞ্চানন্দপুর যা সরকারিভাবে বিভিন্ন জায়গায় পরিচিতি পায়।
advertisement
advertisement
বর্তমানে সে এলাকায় রয়েছে একটি ফেরী ঘাট। যা জেলাবাসীর কাছে পরিচিতি পায় পাগলাঘাট নামে। এই নদীঘাট হয়ে ঝাড়খন্ড, বিহার-সহ একাধিক জায়গায় যাওয়া যায় নদীপথ ধরে। প্রতিদিনই ব্যবসা-বাণিজ্যিক-সহ একাধিক কর্মক্ষেত্রে নৌকা চলাচল করে এই ঘাট হয়ে।
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: আসল নাম নয়! পাগলাঘাট নামেই পরিচিত মালদহের এই গ্রাম! কারণ কী জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement