Viral: বিরাট চমক...! জেলার ছোট্ট দুই খুদে যা যা করছে, দেখলে আঁতকে উঠবেন, নেটদুনিয়ায় ভাইরাল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral: দুই শিশুর নাচের ভিডিও কিছুদিন আগেই ব্যাপক ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। বর্তমান সময়ে তাঁরা দু'জনে সুযোগ পেয়েছে একটি জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শোয়ের মধ্যে।
ঘোকসাডাঙা: জেলা কোচবিহারের ঘোকসাডাঙা এলাকা। এখানের দুই শিশুর প্রতিভা কিছুদিন আগেই ব্যাপক ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। নেটিজেনদের মন আকর্ষণ করছে এই দুই শিশুর নাচ। শুরু থেকেই এই দুই শিশুর নাচের প্রতি ঝোঁক। সেখান থেকেই যাত্রা শুরু। হঠাৎ করেই এই দুই শিশুর এক নাচের ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। তাঁদের দু’জনের নাচ দেখলে মনে হবে না যে তাঁরা নতুন নাচ করে। মনে হবে দীর্ঘ সময় ধরে নাচ করে অভ্যস্ত তাঁরা। মুহূর্তে সেই ভিডিও পছন্দ করতে শুরু করেন বহু মানুষ। বর্তমান সময়ে তাঁরা দু’জনে সুযোগ পেয়েছে একটি জনপ্রিয় ডান্স রিয়ালিটি শোয়ের মধ্যে।
দুই শিশুর এই প্রতিভার বিষয়ে তাঁদের মা সুমিত্রা বর্মন সরকার জানান, “ছোট্ট বয়স থেকেই গান শুনলেই নাচ করতে শুরু করত দু’জন। তখন থেকেই দু’জনের নাচের প্রতি আগ্রহ। হঠাৎ করেই একদিন বাড়িতে অনুশীলন করার একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। তারপর থেকেই সকলের পরিচিত হয়ে উঠেছে দু’জন। বর্তমান সময়ে দুই ভাইয়ের এই সাফল্য রীতিমতো অবাক করে তাঁর মাকে। মাঝে মাঝে তিনি ভাবেন তিনি স্বপ্ন দেখছেন নাকি সত্যিই এটা বাস্তব। ছেলেদের তিনি যেই জায়গায় দেখতে চাইতেন, সেই স্বপ্ন তাঁর সত্যি হয়েছে।”
advertisement
advertisement
দুই শিশুর বাবা রসেন্দ্র সরকার জানান, “তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কখনও ভুটানে আবার কখনও কেরলে কাজ করতে যান। ছেলেদের এই প্রতিভায় সবসময় উৎসাহ দেন তিনি। বর্তমানে ছেলেদের এই সাফল্য অনেকটাই খুশি করেছে তাঁকে। তবে ছেলেদের এই সাফল্যের একটি বড় অবদান রয়েছে তাঁদের নাচের শিক্ষক সৌরভ পাটোয়ারির।” দুই ভাইরাল শিশু রিজু সরকার ও রাজদ্বীপ সরকারকে প্রশ্ন করতে তাঁরা জানায়, “তাঁদের ইচ্ছে নাচ নিয়ে আরও অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। দুই ভাই মিলে জেলার নাম বহু মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় তাঁরা।”
advertisement
আরও পড়ুন- ১ টাকাও খরচ হবে না, ডাকতে হবে না কোনও মেকানিক, এই ট্রিকসে বাড়িতেই করুন AC-র সার্ভিস, ৫ মিনিটে কনকনে ঠান্ডা ঘর, বাঁচবে বিদ্যুতের বিল
দুই শিশুর এই প্রতিভায় ইতিমধ্যেই বহু মানুষের মধ্যে সাড়া ফেলেছে। জেলার পাশাপশি, বাইরের মানুষেরাও অনেকটাই পছন্দ করছেন দুই শিশুর নাচ। আগামীতে তাঁরা দু’জনই এই শোয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চায়।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 5:49 PM IST