Finger Ring: জলের দরে সস্তা, হার মানাবে সোনাকেও! বাজার কাঁপাচ্ছে ট্রেন্ডিং এই পলার আংটি, দাম কত জানেন?

Last Updated:

Finger Ring: এবারে পলার ডিজাইন করা আংটিও ট্রেন্ডিং ফ্যাশনে বাজিমাত করেছে। এই পলার আংটি বিবাহিত কিংবা অবিবাহিত যেকোনও মেয়েরাই তাদের আঙুলে পরতে পারেন ।

+
পলার

পলার আংটি

উত্তর দিনাজপুর: প্রেমিকার জন্মদিন কিংবা স্ত্রীর জন্য উপহার, প্রথমেই সবসময় মাথায় আসে আংটির কথা। তবে আংটির কথা মাথায় এলেও সোনা কিংবা হিরের মোড়ানো আংটি উপহারে দেওয়া সব ছেলেদের পক্ষে সম্ভব হয়না। এক্ষেত্রে সোনা কিংবা হিরে না হলেও প্রেমিকা কিংবা স্ত্রীর জন্য বেছে নিতে পারেন মাত্র ৩০ টাকার পলার আংটি।
লাল রংয়ের এই পলার আংটি শুধু যে আপনার হাতের সৌন্দর্য বাড়াবে তা নয় মনে করা হয় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পলার বিশেষ ক্ষমতা রয়েছে। এবারে পলার ডিজাইন করা আংটিও ট্রেন্ডিং ফ্যাশনে বাজিমাত করেছে। এই পলার আংটি বিবাহিত কিংবা অবিবাহিত যেকোনও মেয়েরাই তাদের আঙুলে পরতে পারেন ।
advertisement
advertisement
এই পলার আংটিতে মোড়ানো সোনা কিনতে গেলে যে কোনও স্বর্ণকারের দোকানে যেখানে ৩ থেকে ৪ হাজার টাকা পড়বে। তবে সেটা কেনা সম্ভব না হলে সোনায় মোড়ানো না হলেও পলার মধ্যেই ইমিটেশনের কাজ করা এই আংটিগুলি আপনি বেছে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য। যার দাম মাত্র ৩০ টাকা।
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Finger Ring: জলের দরে সস্তা, হার মানাবে সোনাকেও! বাজার কাঁপাচ্ছে ট্রেন্ডিং এই পলার আংটি, দাম কত জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement