Finger Ring: জলের দরে সস্তা, হার মানাবে সোনাকেও! বাজার কাঁপাচ্ছে ট্রেন্ডিং এই পলার আংটি, দাম কত জানেন?
- Reported by:Piya Gupta
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Finger Ring: এবারে পলার ডিজাইন করা আংটিও ট্রেন্ডিং ফ্যাশনে বাজিমাত করেছে। এই পলার আংটি বিবাহিত কিংবা অবিবাহিত যেকোনও মেয়েরাই তাদের আঙুলে পরতে পারেন ।
উত্তর দিনাজপুর: প্রেমিকার জন্মদিন কিংবা স্ত্রীর জন্য উপহার, প্রথমেই সবসময় মাথায় আসে আংটির কথা। তবে আংটির কথা মাথায় এলেও সোনা কিংবা হিরের মোড়ানো আংটি উপহারে দেওয়া সব ছেলেদের পক্ষে সম্ভব হয়না। এক্ষেত্রে সোনা কিংবা হিরে না হলেও প্রেমিকা কিংবা স্ত্রীর জন্য বেছে নিতে পারেন মাত্র ৩০ টাকার পলার আংটি।
লাল রংয়ের এই পলার আংটি শুধু যে আপনার হাতের সৌন্দর্য বাড়াবে তা নয় মনে করা হয় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পলার বিশেষ ক্ষমতা রয়েছে। এবারে পলার ডিজাইন করা আংটিও ট্রেন্ডিং ফ্যাশনে বাজিমাত করেছে। এই পলার আংটি বিবাহিত কিংবা অবিবাহিত যেকোনও মেয়েরাই তাদের আঙুলে পরতে পারেন ।
advertisement
advertisement
এই পলার আংটিতে মোড়ানো সোনা কিনতে গেলে যে কোনও স্বর্ণকারের দোকানে যেখানে ৩ থেকে ৪ হাজার টাকা পড়বে। তবে সেটা কেনা সম্ভব না হলে সোনায় মোড়ানো না হলেও পলার মধ্যেই ইমিটেশনের কাজ করা এই আংটিগুলি আপনি বেছে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য। যার দাম মাত্র ৩০ টাকা।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 05, 2024 8:18 PM IST







