এই ব্যক্তি যা তৈরি করছেন জেলায়! ওষধি গাছে ভরে গেল এলাকা...! হাত বাড়ালেই পঞ্চবটি বন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sarthak Pandit
Last Updated:
এখানে রয়েছে আমলকী, হরতকি, বহেরা, নিম ও বেল গাছ। এই পাঁচ ধরনের গাছ থাকার কারণে এই বাগানের এই নাম দেওয়া হয়েছে পঞ্চবটি বন।
কোচবিহার: জেলা সদর শহরের পাশ ঘেঁষেই বয়ে গিয়েছে তোর্সা নদী। এই নদীর ধারে বর্তমান সময়ে তৈরি হচ্ছে এক নতুন জায়গা। জেলা শহরের এক ব্যক্তি সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি করছেন এই জায়গাটি। তাঁর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন আরও বেশ কিছু সমাজসেবী মানুষ। প্রতিদিন সকালে সকলে মিলে সমাজের উপকারে করে চলেছেন এই কাজ। আমরা সকলেই জানি গাছের কতটা গুরুত্ব রয়েছে পরিবেশের মধ্যে। আর যদি সেই গাছ হয় ঔষধি উপকারে সমৃদ্ধ গাছ তবে তো সেই গাছের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই।
পর্যাবরণ সংরক্ষণের আহ্বায়ক বিনয় দাস জানান, \”পরিবেশের মধ্যে গাছের গুরুত্ব অনেকটা। ধীরে ধীরে যেভাবে গাছ কমছে তাতে বেশ অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে পরিবেশের ভারসাম্যকে। আর সেই গাছ যদি হয় ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ, তবে সেই গাছের গুরুত্ব বেড়ে যায় অনেকটা। জেলা কোচবিহারের সদর শহরের মাঝে একটা সময় বহু ধরনের ঔষধি গাছ দেখতে পাওয়া যেত। এছাড়া আলাদা ভাবে কবিরাজ বাগান ছিল। যেখানে ছিল বহু ধরনের গাছ। তবে কালের স্রোতে সেখানে বহু গাছ আর নেই। তাই তাঁরা বিশেষ এক উদ্যোগ নিয়েছেন।\”
advertisement
advertisement
তিনি আরোও জানান, \”এই উদ্যোগের মাধ্যমে শহর কোচবিহারের মধ্যে এক বিশেষ ঔষধি গাছের বাগান তাঁরা তৈরি করছেন। যেই বাগানের নাম তাঁরা দিয়েছেন ‘পঞ্চবটি বন’। এখানে রয়েছে আমলকী, হরতকি, বহেরা, নিম ও বেল গাছ। এই পাঁচ ধরনের গাছ বেশি থাকার কারণে এই বাগানের এই নাম দেওয়া হয়েছে। এছাড়াও আরও গাছ রয়েছে। ২০২৩ সাল থেকে এই বাগান তৈরির কাজ শুরু করেছিলেন তাঁরা। বর্তমানে বাগানে প্রায় ২০০টির বেশি গাছ রয়েছে। যেগুলির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ তাঁরাই করছেন। এই বাগানের ফলে ভবিষ্যত দিনে শহরের বহু মানুষ উপকৃত হবেন এটুকু নিশ্চিত তাঁরা।\”
advertisement
গাছের রোপণ করার পর একটি গাছকে কমপক্ষে তিনবছর পর্যন্ত পরিচর্যা করতে হয়। তার পর একটি গাছ ধীরে ধীরে একাই বড় হয়ে ওঠার মতন অবস্থায় আসে। আর দীর্ঘ তিন বছর ধরে এই কাজটিই করছেন এই ব্যক্তি। তাঁরা শুধুই গাছ রোপণ করছেন না। তাঁরা গাছের পরিচর্যাও করে চলেছেন সঠিক ভাবে। তাই বর্তমান সময়ে জেলায় গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বেশ অনেকটাই।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 2:42 PM IST