Jalpaiguri News: এ এক অন্য লড়াই! হার না মেনে দিনরাত যা করে চলেছেন এই যুবক, কষ্ট দেখলে চোখে জল আসবে

Last Updated:

Jalpaiguri News: চোখে আলো নেই, কিন্তু গলায় রয়েছে সুরের জাদু। জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়ার বাসিন্দা চন্দন রায় জন্ম থেকেই দৃষ্টিহীন।

+
অভ্যাস

অভ্যাস সংসারে একটা ঘরের আশা

জলপাইগুড়ি: দৃষ্টিহীন চন্দনের সুরে মুগ্ধ গ্রাম, কিন্তু আশ্রয়ের অভাবে অন্ধকারে ঢাকছে জীবনযাত্রা! চোখে আলো নেই, কিন্তু গলায় রয়েছে সুরের জাদু। জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়ার বাসিন্দা চন্দন রায় জন্ম থেকেই দৃষ্টিহীন। কিন্তু তাই বলে জীবনযুদ্ধে হার মানেননি। বরং গানকেই করেছেন সঙ্গী।
গ্রামের যেকোনও কোণে বসেই যখন তিনি গলা ছেড়ে গান ধরেন, তখন তার ভাটিয়ালি সুরে মুগ্ধ হয় সাধারণ মানুষ। তবু জীবন তো সহজ নয়! চলার পথে দিতে হয় পদে পদে পরীক্ষা। তেমনই চন্দনের সংসার চলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে ও গান গেয়ে পাওয়া সামান্য উপার্জনে। সেই টাকায় চলে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের খরচ।
advertisement
advertisement
অথচ, নিজের মাথা গোঁজার মতো একটা পাকা ঘরও নেই তার। ঝড়-বৃষ্টিতে টিনের ছাউনির নিচে থাকতে চরম কষ্ট হয়। সরকার থেকে যদি একটা পাকা ঘর পাওয়া যেত, তা হলে অন্তত বর্ষার দিনে একটু শান্তিতে থাকা যেত—এটাই তার একমাত্র চাওয়া।
advertisement
চন্দনের এই লড়াই শুধুই বেঁচে থাকার নয়, বরং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুরকে ধরে রাখারও। চায়ের দোকান হোক কিংবা সামাজিক অনুষ্ঠান, তার সুরের টান ছুঁয়ে যায় সকলের মন। কিন্তু তার সঙ্গীতের এই অবদান কি সরকারি সাহায্যের পথে কোনও দরজা খুলতে পারবে? এখন অপেক্ষা শুধুই সময়ের।
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: এ এক অন্য লড়াই! হার না মেনে দিনরাত যা করে চলেছেন এই যুবক, কষ্ট দেখলে চোখে জল আসবে
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement