Bhetaguri Jalebi: আড়াই প্যাঁচে তৈরি হওয়া জিলিপি দীর্ঘ সময় ধরে জনপ্রিয়! কী রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে?

Last Updated:

Bhetaguri Jalebi: দীর্ঘ সময় ধরে এই জিলিপি ৮ থেকে ৮০ সকলের মন জয় করে আসছে। রাস মেলার অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে এই জিলিপি। এই জিলিপির বিশেষত্ব এই জিলিপির মিশ্রণ তৈরির মধ্যেই লুকিয়ে রয়েছে।

+
ভেটাগুড়ির

ভেটাগুড়ির জিলিপি

কোচবিহার: জেলা কোচবিহারের রাজ আমলের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা মদনমোহন দেবের রাস মেলা। দীর্ঘ সময় ধরে এই রাস মেলার অবিচ্ছেদ্য অংশ ভেটাগুড়ির জিলিপি। দীর্ঘ সময় ধরে এই জিলিপি ৮ থেকে ৮০ সকলের মন জয় করে আসছে। রাস মেলায় ঘুরতে গেলে এই জিলিপি না খেলে মন ভরে না একেবারেই। তাইতো প্রায় তিন পুরুষ ধরে চলা এই ভেটাগুড়ির জিলাপির দোকান আজও জনপ্রিয়। মূল্যবৃদ্ধির কারণে বর্তমান সময়ে কিছুটা দাম বৃদ্ধি করা হয়েছে এই জিলিপির। চলতি বছরে এই জিলিপির দাম রয়েছে ১৮০ টাকা প্রতি কেজি।
বর্তমানের ভেটাগুড়ির জিলিপির দোকানের কর্ণধার অসীত নন্দী জানান,”একটা সময় রাসমেলায় তাঁর দাদু বিধুভূষণ নন্দী জিলিপির দোকানের সূচনা করেছিলেন। তারপর তাঁর বাবা এই দোকান করতেন। বর্তমান সময়ে তিনি এবং তাঁর কাকা এই দোকান করছেন। দীর্ঘ সময় ধরে এই জিলিপির বিশেষত্ব এই জিলিপির মিশ্রণ তৈরির মধ্যেই লুকিয়ে রয়েছে। সঠিক পরিমাপ এবং মিশ্রণ তৈরি করার মাধ্যমে সুস্বাদু হয়ে ওঠে জিলিপি। বর্তমানে এই জিলিপি প্রায় চারদিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। এছাড়া এই জিলিপির চাল সঠিক বেছে নেওয়াই হচ্ছে আসল কৌশল।”
advertisement
রাস মেলায় ভেটাগুরির জিলিপি খেতে আসা এক বৃদ্ধা মহিলা আরতি রায় জানান,”দীর্ঘ সময় ধরে তিনি এই ভেটাগুড়ির জিলিপি খেতে দারুণ পছন্দ করেন। তাইতো প্রতিবছর তিনি রাস মেলায় ঘুরতে এসে এই জিলিপি খেয়ে থাকেন। বর্তমান সময়ে তিনি তাঁর নাতি-নাতনিকে নিয়ে আসেন জিলিপি খেতে।” জিলিপির দোকানের আরেক গ্রাহক ভবেশ্বর রায় জানান,”এই জিলিপির দাম বর্তমানে কিছুটা বেড়েছে। তবে জিলিপির স্বাদ ও মান এখনোও একই রয়েছে। তাইতো প্রতিবছর এই জিলিপি খেতে আসেন তিনি। আগামীতেও অবশ্যই আসবেন এই জিলিপি খেতে।”
advertisement
advertisement
দীর্ঘ সময় ধরে কোচবিহার রাস মেলায় দূর-দূরান্তের বহু মানুষ ঘুরতে আসেন। সকলের কাছে রাসমেলা যেমনি জনপ্রিয় নিজের ইতিহাস ও ঐতিহ্যের জন্য। তেমনি রাস মেলায় আসা ভেটাগুড়ির জিলিপি সমান জনপ্রিয় সকলের কাছে। বর্তমানের মূল্য বৃদ্ধির বাজারে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এই জিলিপির। তবে আজও ৮ থেকে ৮০ সকলের কাছে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে কোচবিহারের ভেটাগুড়ির প্রসিদ্ধ জিলিপি।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bhetaguri Jalebi: আড়াই প্যাঁচে তৈরি হওয়া জিলিপি দীর্ঘ সময় ধরে জনপ্রিয়! কী রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement