জেলায় দুর্দান্ত সুযোগ এবার হাতের মুঠোয়! বিরাট চাকরির মেলা আয়োজন! কোথায়? জানুন

Last Updated:

এক বছরের অ্যাপ্রেন্টিসের চাকরি শেষ হলে একটি সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হবে এবং এই সার্টিফিকেটের উপর ভিত্তি করেই আগামী দিনে তাঁরা স্থায়ী চাকরি পেতে পারেন এমনটাই মত উদ্যোক্তাদের। 

চাকরির মেলা 
চাকরির মেলা 
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: বালুরঘাট বিএড কলেজে চাকরি মেলা আয়োজন করা হল। কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার উদ্যোগে এবং বালুরঘাট বিএড কলেজের ব্যবস্থাপনায় এই চাকরি মেলার আয়োজন করা হয়। যেখানে অ্যাপ্রেন্টিস পদে অন্তত দেড় হাজার ছেলে মেয়ে যাদের বিভিন্ন ডিপ্লোমা করা রয়েছে তাঁরা এই অ্যাপ্রেন্টিসের সুযোগ পাবেন। এক বছরের অ্যাপ্রেন্টিসের চাকরি শেষ হলে একটি সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হবে এবং এই সার্টিফিকেটের উপর ভিত্তি করেই আগামী দিনে তাঁরা স্থায়ী চাকরি পেতে পারেন এমনটাই মত উদ্যোক্তাদের।
আরও পড়ুন: দেখতে বাজারের ব্যাগে, কিন্তু ব্যাগে ভর্তি ওগুলো কী! নবগ্রামে ৯ টি কী উদ্ধার হল, আতঙ্ক
সূত্রের খবর, যারা বিভিন্ন সংস্থা থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করেছেন তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ প্রার্থী বিভিন্ন সংস্থায় চাকরি পেয়েছেন। অ্যাপ্রেন্টিস ট্রেনিং-এর সময় স্টাইপেন্ড হিসাবে মাসে ৯ হাজার টাকা করে দেওয়া হয়। এই মেলায় সরাসরি অ্যাপ্রেন্টিস ট্রেনিং-এর জন্য বাছাই হতে পারেন। আবার, অ্যাপ্রেন্টিস ট্রেনিং করার পর সরাসরি এই মেলা থেকে চাকরি পাওয়ার সুযোগও থাকে। এক ছাদের নিচে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সামনে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ মিলবে।
advertisement
আরও পড়ুন: হাতাহাতিতে অন্যের প্রাণ বাঁচাতে যাওয়াই কাল! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৬-এর যুবক
এই মেলায় অংশগ্রহণের জন্য কলা, বিজ্ঞান, বাণিজ্য, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনও ডিপ্লোমা কোর্সে প্রার্থীদের পাশ করতে হবে। পাশাপাশি, ৫ বছরের মধ্যে যে সমস্ত প্রার্থী পাশ করেছেন শুধুমাত্র তাঁরাই অংশ নিতে পারবেন এই মেলায়। অবশ্যই তা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে প্রার্থীদের। আজকের এই চাকরির মেলায় ১৬ টি কোম্পানি এসেছিল এবং চাকরিপ্রার্থী আজকের এই অনুষ্ঠানে এসেছিল। রাজ্যের উদ্যোগে বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে এই মেলা আয়োজিত হচ্ছে বলে বিএড কলেজ সূত্রে খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জেলায় দুর্দান্ত সুযোগ এবার হাতের মুঠোয়! বিরাট চাকরির মেলা আয়োজন! কোথায়? জানুন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement