'চোর, চোর' চেঁচানোই কাল হল, মহিলার জিভ কেটে নিল চোর, রায়গঞ্জে চাঞ্চল্য
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুদর্শনপুর এলাকায়। ঘটনায় অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
#রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: চুরি করতে এসে মহিলার জিভ কাটল চোর! জানা যায়, চোর দেখে চিৎকার করাটাই কাল হয়েছিল, মহিলার জিভ-ই কেটে নিল চোর! ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুদর্শনপুর এলাকায়। ঘটনায় অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, জখম মহিলার নাম দেবশ্রী ভট্টাচার্য। চোরটিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় দেবশ্রী ভট্টাচার্যকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবশ্রী চোর দেখতে পেয়ে চিৎকার করেন। তখনই চোর ধারাল অস্ত্রের আঘাতে দেবশ্রীর ভিজ কেটে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। চোরকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের মারধরে গুরুতর জখম, তাকেও রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Mukta Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 11:30 PM IST