নাগর নদীর জল ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্নিত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
যেভাবে জল ক্রমশ বেড়ে চলেছে তাতে রাতের আগেই জাতীয় সড়কে এক কোমর জল দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
#রায়গঞ্জ: নাগর নদীর জলে রায়গঞ্জ ব্লকের গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার পর এবার ৩৪ নম্বর জাতীয় সড়কও নদীর জলে প্লাবিত হল। রায়গঞ্জের শীত গ্রাম পঞ্চায়েতের নাগর ব্রিজ সংলগ্ন নতুনহাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নদীর জল বয়ে যাওয়ার ঘটনায় যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এখনও ধীর গতিতে নতুনহাট এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করা গেলেও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যেভাবে ক্রমশ জল বাড়ছে তাতে রাতের আগেই রায়গঞ্জ ব্লকের নাগর, শীতগ্রাম, নতুনহাট এলাকার উপর দিয়ে যাওয়া কলকাতা-শিলিগুড়ি যাতায়াতের একমাত্র সড়ক ৩৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাতদিন ধরে একটানা লাগাতার প্রবল বর্ষনে নাগর নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম, জগদীশপুর গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। গ্রামের পর গ্রাম ভাসিয়ে এবার নাগর নদীর জলে প্লাবিত হল রায়গঞ্জ ব্লকের নাগর সেতু সংলগ্ন নতুনহাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কে চলাচলকারী যানবাহনের চালকেরা জানিয়েছেন এখনও পর্যন্ত অত্যন্ত ধীর গতিতে চলাচল করা সম্ভব হচ্ছে। তাতেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
advertisement
কিন্তু যেভাবে জল ক্রমশ বেড়ে চলেছে তাতে রাতের আগেই জাতীয় সড়কে এক কোমর জল দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ হয়ে যাবে উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের একমাত্র যোগাযোগকারী সড়ক পথ ৩৪ নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতির উপরে নজর রেখেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
advertisement
Uttam Paul
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2020 10:45 PM IST