Balurghat: স্টার্ট দিতে গিয়ে বাইকে আগুন! ভয়ঙ্কর ঘটনা, গরম পড়তেই আতঙ্ক এলাকায়

Last Updated:

Bike: স্টার্ট দিতে গিয়ে আগুন লাগল মোটর বাইকে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে পাশেই এক ব্যক্তি সাব মার্সিবল চালিয়ে আগুন নেভায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাধনা মোড় সংলগ্ন এলাকায়।

স্টার্ট দিতে গিয়ে আগুন মোটর বাইকে
স্টার্ট দিতে গিয়ে আগুন মোটর বাইকে
দক্ষিণ দিনাজপুর : স্টার্ট দিতে গিয়ে আগুন লাগল মোটরবাইকে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাধনা মোড় সংলগ্ন এলাকায়।
আগুন নেভাতে গিয়ে অল্প চোট পান বাইকের মালিক। এর পরই স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা সেই মোটর বাইকের আগুন নিভিয়ে ফেলেন। কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।
সূত্রের খবর, গাড়ির মালিক সন্দীপ চাকী। তাঁর বাড়ি বালুরঘাটে। এদিন তিনি এলাকার একটি মিলে সর্ষের তেল কিনতে গিয়েছিলেন। সেই সময় রাস্তার ওপর বাইকটিকে দাঁড় করিয়ে যান তিনি। ফিরে এসে বাইক স্টার্ট দিতে গেলেই হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন জ্বলতে দেখে পাশেই এক ব্যক্তি সাব মার্সিবল চালিয়ে আগুন নেভায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে আশেপাশের দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দেন।
advertisement
advertisement
আরও পড়ুন- জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার সাফল্যে গর্বিত বসিরহাটের এই প্রাক্তণ সেনা
প্রাথমিক অনুমান, গরমের মধ্যে মোটরবাইকটি রাস্তায় দাঁড় করানো ছিল। সেই কারণেই আগুন লাগতে পারেও বলে প্রাথমিক অনুমান। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা। এদিকে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Balurghat: স্টার্ট দিতে গিয়ে বাইকে আগুন! ভয়ঙ্কর ঘটনা, গরম পড়তেই আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement