North 24 Parganas News: 'মাথা তুলে দাঁড়াতে যেন না পারে'! জ*ঙ্গি ঘাঁটি, ভারতবিদ্বেষ নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন প্রাক্তন সেনা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
দেশের নাগরিকরা সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপে গর্বিত
উত্তর ২৪ পরগনা: ‘জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার সাফল্যে গর্বিত, পাকিস্তান যেন মাথা তুলে দাঁড়াতে না পারে’, এমনটাই বলছেন প্রাক্তন সেনা। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনার দিকে এগোচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাতে। সীমান্তবর্তী অঞ্চলে ক্রমাগত সন্ত্রাসী কার্যকলাপ এবং পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্যভিত্তিক অভিযান।
বিশ্ব সম্প্রদায়ের নজর এখন উপমহাদেশের এই দুই প্রতিবেশী রাষ্ট্রের দিকে। ভারতের নিরাপত্তা বাহিনী সম্প্রতি পাকিস্তানের ভেতরে একাধিক জঙ্গি ঘাঁটি সফলভাবে ধ্বংস করেছে। দেশের নাগরিকরা সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপে গর্বিত।
আরও পড়ুন: ‘যত ধর্ম, তত জয়’! দেবী দুর্গার সামনে ঘি আহুতি দিয়ে ভারতীয় সেনাদের জয় প্রার্থনা রামকৃষ্ণ মিশনের
advertisement
advertisement
এই প্রেক্ষাপটে এক সময় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং বর্তমানে বসিরহাটের বাদুড়িয়ার বাসিন্দা মালেক মন্ডল জানান, “পাকিস্তান দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। ভারত কখনও আগ্রাসনের পক্ষে নয়, কিন্তু সীমান্তে বারবার পাকিস্তানের উস্কানিমূলক হামলার জবাব দেওয়া জরুরি হয়ে পড়ে। এবার সময় এসেছে স্থায়ীভাবে তাদের ঘাঁটিগুলো নির্মূল করার।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তিনি আরও জানান, “১৯৯২ সালে শিয়ালকোটে এক মহড়ার সময় পাকিস্তান এগিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় সেনার কৌশলগত দক্ষতায় তাদের পিছু হটতে হয়েছিল। এ ধরনের প্রতিবার আক্রমণের চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতের আত্মরক্ষার্থে এখন প্রয়োজন কঠোর পদক্ষেপ।”
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 7:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: 'মাথা তুলে দাঁড়াতে যেন না পারে'! জ*ঙ্গি ঘাঁটি, ভারতবিদ্বেষ নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন প্রাক্তন সেনা