Painter of Cooch Behar: কোচবিহার থেকে গোটা দেশ চিনছে এই ব্যক্তিকে! জানুন এই ব্যাক্তির প্রতিভা সম্পর্কে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহারের পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীর নানা অসাধারণ ছবি আঁকছেন দীর্ঘ সময় ধরে। তাঁর আঁকা ছবি প্রদর্শনী হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বর্তমান সময়ে তিনি তাঁর আঁকা ছবি প্রদর্শনী করছেন কোচবিহারে।
কোচবিহার: উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক জেলা কোচবিহার। তবে বর্তমান সময়ে এই জেলার সুনাম ছড়িয়ে পড়ছে দেশের কোনায় কোনায়। কোচবিহারের এক ব্যক্তির প্রতিভা ফলেই এই কাজ সম্ভব হয়েছে। শ্রীহরি দত্ত হলেন জেলা কোচবিহারের একজন অঙ্কন শিল্পী। তিনি জেলা কোচবিহারের পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীর নানা অসাধারণ ছবি আঁকছেন দীর্ঘ সময় ধরে। তাঁর আঁকা ছবি প্রদর্শনী হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বর্তমান সময়ে তিনি তাঁর আঁকা ছবি প্রদর্শনী করছেন কোচবিহারে। মোট সাতদিন ধরে চলা এই আর্ট প্রদর্শনী শুরু হয়েগিয়েছে ইতিমধ্যেই। ৭ই জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে কোচবিহারের সাহিত্যসভায়।
আরও পড়ুনঃ
অঙ্কন শিল্পী শ্রীহরি দত্ত জানান, “ছোট বয়স থেকেই তাঁর আঁকার প্রতি অনেকটাই আগ্রহ ছিল। তাই তিনি ছোট থেকেই বিভিন্ন ধরনের ছবি আঁকতেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই শিল্প পরিপূর্ণতা লাভ করেছে। বর্তমান সময়ে তিনি কোচবিহারের পাশ দিয়ে বয়ে যাওয়া এই তোর্সা নদীর ছবি আঁকতে পছন্দ করেন। বেশিরভাগ মানুষ যে দৃষ্টি ভঙ্গিতে এই নদীকে দেখে থাকেন। তিনি সেভাবে এই নদীকে দেখেন না। তাঁর দৃষ্টি অনুযায়ী নদীর জীবন আছে, যৌবন আছে, আছে বয়স কাল। তিনি এই বিষয়গুলি তাঁর ছবির মাধ্যমে সকলের সামনে তুলে ধরে থাকেন প্রতিনিয়ত। তাই এবারের করা তাঁর আর্ট প্রদর্শনীর নাম তিনি দিয়েছেন সং অফ দ্য রিভার”।
advertisement
advertisement
তিনি আরও জানান, “মানুষের যেমন জীবনে সুখ, দুঃখ রয়েছে। ঠিক তেমনি তোর্সা নদীরও সুখ, দুঃখ সবই আছে। তোর্সা নদী যৌবনকালে সকলের কাছে চলে আসে। আবার বয়সকালে দূরে চলে যায় গতিপথ বদলিয়ে। এই আর্ট প্রদর্শনীর মাধ্যম এই বিষয়টি সকলের সামনে তুলে ধরা হচ্ছে। তাঁর হাতের আর্ট পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় প্রদর্শনী হয়েছে। যেমন মুম্বাই, ব্যাঙ্গালোর এবং দিল্লী সব জায়গাতেই হয়েছে তাঁর ছবির প্রদর্শনী। প্রতি বছরই তিনি এই ধরনের প্রদর্শনী করে থাকেন। তবে তিনি কোন নির্দিষ্ট টাইমে ছবি আঁকেন না।” ভবিষ্যতে তিনি আরোও এই ধরনের ছবি আঁকতে চান। এই ছবি আঁকার মাধ্যমেই তিনি তোর্সা নদীর সুন্দর সমস্ত আকর্ষণীয় বিষয় সকলের সামনে তুলে ধরতে চান।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 4:42 PM IST