Hand-operated Loom: লাল, সাদা সুতোয় বোনা...‘বিহুরে লগন’ আসার আগেই অসমের গামছা তৈরির ব‍্যস্ততা বাংলায়! কোথায় তৈরি হয় জানেন?

Last Updated:

অসমের গামছা, তাঁতের শাড়ি ও মেখলা তৈরি করে থাকেন তাঁরা। চৈত্র মাসের শেষ এবং বৈশাখের শুরুর সময় অসমের গামছার চাহিদা বেড়ে ওঠে।

+
হাতের

হাতের তাঁত মেশিনে তৈরি হচ্ছে গামছা

কোচবিহার: বর্তমান সময়ে হাত দিয়ে চালানো তাঁত মেশিন খুব একটা চোখে পড়ে না। বেশিরভাগ জায়গায় যন্ত্রচালিত তাঁত মেশিন দেখতে পাওয়া যায়। তবে আজও জেলার বেশ কিছু এলাকার মানুষ। রুজি-রুটির সন্ধানে বাপ-দাদাদের এই পেশা আঁকড়ে পড়ে রয়েছেন।
ছরের বিভিন্ন সময় এই হাতের তাঁত মেশিন নিয়ে কর্মব্যস্ততা শুরু হয়ে যায় তাঁদের। অসমের গামছা, তাঁতের শাড়ি ও মেখলা তৈরি করে থাকেন তাঁরা। চৈত্র মাসের শেষ এবং বৈশাখের শুরুর সময় অসমের গামছার চাহিদা বেড়ে ওঠে। এই সময় অনেকটা চাপে থাকেন তাঁরা।
advertisement
advertisement
তাঁতের এক শ্রমিক জ্যোতিন্দ্র রায় জানান, “দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তাঁত শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। যদিও বর্তমানে এই শ্রমিক প্রায় নেই বললেই চলে। এর মূল কারণ, হাতে চালান তাঁত মেশিনের খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে জেলায় এখনও এই মরসুমে হাতে চালান তাঁতের গামছার চাহিদা বাড়ে। এই সময় অসমে বিহু অনুষ্ঠান হয়ে থাকে। সেজন্য প্রচুর চাহিদা থাকে এই গামছার। তাই চাহিদা পূরণ করতে তাঁরাও কাজ শুরু করেন। আজও হাতে টানা তাঁতের কাপড় বেশি পছন্দ করেন মানুষ।”
advertisement
আরেকজন শ্রমিক সঞ্জিত দে জানান, “তিনিও দীর্ঘ সময় ধরে এই বিষয়টি দেখছেন। প্রতি বছর ঠিক এই সময়ে এই গামছার চাহিদা বাড়ে। তাই তাঁদের কাজও বেড়ে ওঠে অনেকটা। ফলে কিছুটা বেশি রোজগারের মুখ দেখেন তাঁরাও। দীর্ঘ সময় ধরে এটা চলছে।”
advertisement
তাঁতের মালিক অপর্ণা দেবনাথ জানান, “এই গামছা গুলির একটি করে থানের মধ্যে মোট চারটি গামছা থাকে। আর এই এক একটি থান মোট ২২০ টাকায় বিক্রি করা হয় বাজারে পাইকারি দামে। এরপর গামছা পাইকারি কিনে নিয়ে অসমে পাঠিয়ে দেয় বিক্রির জন্য।”
advertisement
বর্তমানে জেলার দিনহাটা, কোচবিহার সদর, নিশিগঞ্জ ও তুফানগঞ্জের বেশকিছু এলাকায় এই তাঁতের কাজ হয়ে থাকে। জেলার এই তাঁত শিল্পীদের তৈরি কাপড়ের অসমের বুকে বেশ অনেকটাই চাহিদা রয়েছে। দীর্ঘ সময় ধরে এই কাজ করেই বহু মানুষ নিজেদের রুজি-রুটি জোগাড় করে আসছেন। তবে আধুনিকতার জন্য আগামী দিনে এই শ্রমিকদের অস্তিত্ব ধীরে ধীরে সংকটের মুখে পড়ছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Hand-operated Loom: লাল, সাদা সুতোয় বোনা...‘বিহুরে লগন’ আসার আগেই অসমের গামছা তৈরির ব‍্যস্ততা বাংলায়! কোথায় তৈরি হয় জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement