নিজেই মহাকুম্ভের ভাইরাল মোনালিসাকে দিয়েছিলেন অভিনয়ের প্রস্তাব! ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই পরিচালক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কুম্ভের সেই ভাইরাল কন্যা মোনালিসাকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। এবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক
নয়াদিল্লি: মহাকুম্ভ থেকেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন কৃষ্ণবর্ণা, নীলনয়না সুন্দরী মোনালিসা। কুম্ভের সেই ভাইরাল কন্যা মোনালিসাকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। এবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক সনোজ।
পুলিশ সূত্রে খবর, পরিচালক সনোজের বিরুদ্ধে উত্তরপ্রদেশের ঝাঁসির এক তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ২৮ বছরের ওই তরুণীর অভিযোগ সনোজ তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার অজুহাতে তরুণীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁকে ধর্ষণ করেন সনোজ, পরিচালকের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ।
advertisement
advertisement
নির্যাতিতার দাবি, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সনোজের সঙ্গে তার যোগাযোগ হয়। অভিযোদ পরে পরিচালক তরুণীকে একটি রিসর্টে নিয়ে গিয়ে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করে। শারীরিক নিগ্রহের পর সনোজ তাকে হুমকি দেয় বলেও উঠেছে অভিযোগ। তরুণীর দাবি সনোজ তাকে হুমকি দেয়, যদি এ কথা কেউ জানতে তবে ইন্ডাস্ট্রিতে তিনি আর কোনও কাজ পাবেন না।
advertisement
নির্যাতিতা তরুণী অভিযোগ জানাবার পর থেকেই সনোজের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। এবার এই মামলায় গ্রেফতার করা হল পরিচালককে। পুলিশ জানিয়েছে যে সনোজের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ পাওয়া গিয়েছিল, কিন্তু এবার প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্ট তার বেল খারিজ করে বলেছে যে মামলা গুরুতর এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে।
advertisement
আরও পড়ুন: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ্যাত গায়ককে?
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফিল্মি জগতে। কাস্টিং কাউচের একাধিক অভিযোগ এর আগেও এনেছেন বহু অভিনেত্রী। প্রসঙ্গত, মহাকুম্ভের ভাইরাল কন্যা মোনালিসাকে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামে একটি ছবিতে কাজ দিতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। অভিযুক্ত পরিচালক নিজেই মোনালিসার বাড়িতে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছলেন। সে ছবির ভাগ্য এখন দোদুল্যমান। এই খবরে হতাশ মোনালিসার ভক্তরাও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2025 3:27 PM IST