Malda Medical College: জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ করল মালদহ মেডিকেল কলেজ, দেখুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda Medical College: আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলির সঙ্গে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরাও আন্দোলনে বসেছিলেন
মালদহ: স্টুডেন্ট কাউন্সিল তৈরি হবে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে। মেডিকেল কলেজে কোনরকম রাজনৈতিক প্রভাব থাকবেনা। কোন রাজনৈতিক দলের ইউনিয়ন তৈরি হবে না। আরজিকর ঘটনার প্রতিবাদ দোষীদের শাস্তির দাবি সহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের এমনকি কিছু অভ্যন্তরীণ দাবি ছিল। এছাড়াও পড়ুয়াদের উপর ‘থ্রেড কালচার’ সহ অন্যান্য একাধিক দাবিতে সরব হয়েছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা। অবশেষ জুনিয়র চিকিৎসকদের প্রায় সমস্ত দাবী দাওয়া মেনে নিয়েছে কর্তৃপক্ষ। তাই শনিবার থেকেই গোটা রাজ্যের সঙ্গে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরলেন। তবে আপাতত শুধুমাত্র জরুরী বিভাগগুলিতে পরিষেবা দিবেন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। আপাতত বর্হিবিভাগ পরিষেবা সহ অন্যান্য পরিষেবায় যোগ দিচ্ছেন না জুনিয়ার চিকিৎসকেরা।
আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলির সঙ্গে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরাও আন্দোলনে বসেছিলেন। গত প্রায় এক মাসের বেশি সময় ধরে চলছে এই আন্দোলন। আরজিকর ঘটনার প্রেক্ষিতে মেডিকেল কলেজ গুলির একাধিক বেনিয়মের ছবি উঠে আসে। সেগুলির বিরুদ্ধেও আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকেরা।
advertisement
advertisement
মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পড়ুয়াদের আন্দোলনের জেরে এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এমনকি জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি-দাবা মেনে লিখিত ভাবে দেওয়া হয়। লিখিত আশ্বাস পেয়ে খুশি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন দাবী দাওয়া ছিল। সেগুলির সমস্যার সমাধান হয়েছে।
advertisement
অবশেষে এদিন থেকে তাঁরা মেডিকেল কলেজের জরুরী বিভাগে পরিষেবা দিচ্ছেন। আগামীতে সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন জুনিয়ার চিকিৎসকেরা।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 3:41 PM IST