Teesta River News: তিস্তার স্রোতেই জীবনের গল্প লেখেন ওঁরা! ভেসে আসা কাঠই বাঁচার লড়াই
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
তিস্তার জলে কাঠ ভেসে এলেই এদের আনন্দ! অর্থ উপার্জন হবে যে! এমনই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির তিস্তার পাড় এলাকায়। তিস্তার তোড়ে ভেসে আসা কাঠই তাঁদের আগামী কয়েকটা দিনে জিবীকার আশ্রয়।
জলপাইগুড়ি: তিস্তার জলে কাঠ ভেসে এলেই এদের আনন্দ! অর্থ উপার্জন হবে যে! এমনই বিচিত্র ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির তিস্তার পাড় এলাকায়। তিস্তার তোড়ে ভেসে আসা কাঠই তাঁদের আগামী কয়েকটা দিনে জীবিকার আশ্রয়!তিস্তার জল বাড়তেই এলাকাজুড়ে এক ব্যতিক্রমী উৎসব কাঠ কুড়ানোর ধুম। স্রোতের তোড়ে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে নদীতে নেমে পড়েন আট থেকে আশির তিস্তা পাড়ের মানুষজন।
গৃহস্থালি কিংবা বিক্রির জন্য কাঠ জোগাড় করাটা শুধু প্রয়োজন নয়,একরকম জীবনের লড়াইয়ের অংশ। জলপাইগুড়ির তিস্তা পাড়ের জনজীবনে রান্নার গ্যাস নয়, এখনও প্রধান জ্বালানি কাঠ। কিন্তু এখন কাঠের বাজারদর এতটাই চড়া, যে অনেকেই ভরসা রাখেন তিস্তার উপহারেই। সিকিম থেকে ভেসে আসা কাঠ তাদের কাছে একান্ত আশ্রয়। ঝুঁকিপূর্ণ হলেও তীব্র স্রোতের তিস্তায় নেমে কাঠ সংগ্রহ করতেই হয়।
advertisement
advertisement
মুখে একগাল হাসি, চোখে তৃপ্তি বুঝিয়ে দেয় এই সংগ্রামের সঙ্গেই জড়ানো তাদের টিকে থাকার আনন্দ। বর্ষাকালে তিস্তার জল ফুলে ফেঁপে ওঠে,ভোগান্তি বাড়ে তিস্তা পাড়ে। জল ঢুকে পড়ে ঘরবাড়িতে, তছনছ করে জীবনযাত্রা। এখনও সেই ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন না হলেও ভেসে আসা কাঠ কুড়োতেই ব্যস্ত এলাকাবাসী। বন্যার পর নদীর বুক চিরে ভেসে আসে শত শত কাঠের গুঁড়ি, যা হয়ে ওঠে সারা বছরের জ্বালানির জোগান। তিস্তা যেন তাঁদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক চরিত্র সে যেমন ক্ষতি করে, তেমনি দেয় বাঁচার পথও।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 3:46 PM IST