Teesta: মৃত্যুপুরি তিস্তা ! উদ্ধার আরও ৯টি দেহ, নদীর বিভিন্ন অংশে আটকে আরও দেহ, আগামিকাল ফের তল্লাশি অভিযান

Last Updated:
জলপাইগুড়ি: তিস্তা যেন মৃত্যুপুরি। জল নামতেই ভয়ঙ্কর আর এক অধ্যায়। একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ। গতকাল সংখ্যাটা ছিল ১৮। শুক্রবার উদ্ধার হল আরও ৯টি মৃতদেহ। তিস্তার বিভিন্ন এলাকায় আটকে রয়েছে আরও কিছু দেহ। স্থানীয় সূত্রে এই খবর আসার পর শনিবার সকাল থেকে মৃতদেহর খোঁজে আবারও তল্লাশি অভিযান শুরু হবে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত খবর, উদ্ধার ২৭ টি মৃতদেহ র মধ্যে ৭ জনের পরিচয় জানা গিয়েছে। এদের মধ্যে ৫ জন সেনা জওয়ান, ২ জন সাধারণ মানুষ। শুক্রবার ময়নাতদন্তের পর চিহ্নিত দেহ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে প্রশাসন। বাকি দেহগুলি সনাক্তকরণের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে।
একের পর এক মৃত দেহ উদ্ধার হচ্ছে জলপাইগুড়ির তিস্তা নদীর অববাহিকা থেকে। বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ২৭ টি মৃতদেহ উদ্ধার হয়েছে, যে গুলির ময়না তদন্তের কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতাল মর্গে। গতকাল রাত থেকেই সহ-কর্মীদের মৃতদেহ শনাক্ত করে যথাযথ ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় যাতে দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই কাজের তদারকি করতে সেনা বাহীনির উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়েছেন জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে।
advertisement
শান্তনু কর
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Teesta: মৃত্যুপুরি তিস্তা ! উদ্ধার আরও ৯টি দেহ, নদীর বিভিন্ন অংশে আটকে আরও দেহ, আগামিকাল ফের তল্লাশি অভিযান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement