Tea: নিজের দোকান জনপ্রিয় করতে ‌যা করলেন সায়নী ঘোষের এক ভক্ত! দেখেই চোখ কপালে উঠবে

Last Updated:

Tea: অনেক তো হল এম.এ পাশ চা, বি.এ পাশ চা কিংবা এক টাকার চা...! এবার জলপাইগুড়িবাসী মজেছে সায়নী চা'এ। সায়নি চা! শুনে অবাক হচ্ছেন নাকি! জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান। 

+
অভিনব

অভিনব চা দোকানের নাম

জলপাইগুড়ি: অনেক তো হল এম.এ পাশ চা, বি.এ পাশ চা কিংবা এক টাকার চা…! এবার জলপাইগুড়িবাসী মজেছে ‘সায়নি চা’-এ। সায়নি চা! শুনে অবাক হচ্ছেন নাকি! জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান। হ্যাঁ, অভিনেত্রী সায়নি ঘোষের বিরাট বড় ফ্যান চাবিক্রেতা ওই যুবক। তাই এবার ভাইরাল সায়নি ঘোষের নাম ও ছবি দিয়েই চায়ের দোকান খুলেছেন তিনি, এমনটাই দাবি ওই যুবকের। ইতিমধ্যেই ‘সায়নি চা’-এর স্বাদ নিতে বহু মানুষ এসে ভীড় করছে এই দোকানে। এলাকা জুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি।
আরও পড়ুনঃ গরমে মাটির কলসির জল খাওয়ার সময় মাথায় রাখুন এই ৪ জিনিস, নাহলে মারাত্মক বিপদ…
লকডাউনের পর থেকেই বেশ কয়েক বছরে বিভিন্ন সময়ে চায়ের দোকান করে ভাইরাল হয়েছেন অনেকেই। এবার অভিনেত্রীর নামের সহায়তায়ও ভাইরাল এই যুবক। একদিকে চা পান করার অভ্যেস অনেকেরই রয়েছে। চায়ের স্বাদ ও সুগন্ধ পেতে মরিয়া চাপ্রেমীরা। অন্যদিকে, কালীরহাট নিবাসী সহদেব রায় মাস দেড়েক আগেই এই চায়ের দোকান খুলেছেন আর তাতেই ব্যানারে সায়নি ঘোষের ছবি ও পোস্টারে লেখা “সায়নি চা”- এর যেন আলাদাই এক প্রভাব করে ফেলেছেন সেই যুবক।
advertisement
advertisement
বঙ্গ রাজনীতির সবথেকে চর্চিত নামগুলির মধ্যে একটি সায়নি ঘোষ। অভিনয় জগৎ থেকে উঠে এসে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরেন তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক কেরিয়ারে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সায়নী। এর মধ্যে সাম্প্রতিকতম বিতর্কের কেন্দ্রে একটি সংলাপ, ‘সায়নি!’ রাজনীতির গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল ‘সায়নি’ শব্দবন্ধে। এর উৎস পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের এক জনসভা। রীতিমতো বেশ এলাকায় নাম কামিয়েছে ওই যুবক।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea: নিজের দোকান জনপ্রিয় করতে ‌যা করলেন সায়নী ঘোষের এক ভক্ত! দেখেই চোখ কপালে উঠবে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement