এবারে আগেই মিলল অনুমতি! ১০ ফেব্রুয়ারি থেকে তোলা যাবে চা পাতা
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে উত্তরের চা বলয়ে পুনরায় চা পাতা তোলার কাজ শুরু হচ্ছে।সময়ের আগে পাতা তোলার সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় চা পর্ষদ।এরফলে চায়ের উৎপাদন ভাল হবে, গুণগত মান বজায় থাকবে বলে ধারণা চা বাগান কর্তৃপক্ষগুলির।
আলিপুরদুয়ার: আগামী ১০ ফেব্রুয়ারী থেকে উত্তরের চা বলয়ে পুনরায় চা পাতা তোলার কাজ শুরু হচ্ছে।সময়ের আগে পাতা তোলার সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় চা পর্ষদ।এরফলে চায়ের উৎপাদন ভাল হবে, গুণগত মান বজায় থাকবে বলে ধারণা চা বাগান কর্তৃপক্ষগুলির।
প্রায় দুই মাসের অধিক সময় চা পাতা তোলা বন্ধ ছিল। গতবছর ২০২৪ সালের ৩০ নভেম্বর শেষ চা পাতা তোলার দিন ধার্য করেছিল ভারতীয় চা পর্ষদ। এই সিদ্ধান্ত মেনে ৩০ নভেম্বর-এর পর থেকে চা পাতা তোলা বন্ধ হয়ে যায় উত্তরের চা বলয়ে।
advertisement
advertisement
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে পূনরায় চা বলয়ে চা পাতা তোলার দিন ধার্য করেছে চা পর্ষদ।চা বাগান মালিক কতৃপক্ষরা আশাবাদী এবছর চা এর গুণগত মান বৃদ্ধি পাবে। তবে আবহাওয়া অনূকূল না থাকায় উৎপাদন অনেক কম হবে এই নিয়ে চিন্তিত বিশেষ করে ডুয়ার্সের চা বলয়।
advertisement
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের মালিক কতৃপক্ষরা জানান, এবছর অনেক আগে থেকে চা পাতা তোলা বন্ধ হয়েছিল।তারা আশা করছেন তাড়াতাড়ি চা পাতা তোলার কাজ শুরু হওয়ার কারণে এবছর ফাস্ট ফ্লাস এর চা খুব ভাল হবে। গুণগত মান বৃদ্ধি পাবে।চা পাতার দাম একটা ভাল স্থানে এসে দাঁড়াবে।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
February 08, 2025 5:42 PM IST