এবারে আগেই মিলল অনুমতি! ১০ ফেব্রুয়ারি থেকে তোলা যাবে চা পাতা

Last Updated:

আগামী ১০ ফেব্রুয়ারী থেকে উত্তরের চা বলয়ে পুনরায় চা পাতা তোলার কাজ শুরু হচ্ছে।সময়ের আগে পাতা তোলার সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় চা পর্ষদ।এরফলে চায়ের উৎপাদন ভাল হবে, গুণগত মান বজায় থাকবে বলে ধারণা চা বাগান কর্তৃপক্ষগুলির।

+
চা

চা বাগান

আলিপুরদুয়ার: আগামী ১০ ফেব্রুয়ারী থেকে উত্তরের চা বলয়ে পুনরায় চা পাতা তোলার কাজ শুরু হচ্ছে।সময়ের আগে পাতা তোলার সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় চা পর্ষদ।এরফলে চায়ের উৎপাদন ভাল হবে, গুণগত মান বজায় থাকবে বলে ধারণা চা বাগান কর্তৃপক্ষগুলির।
প্রায় দুই মাসের অধিক সময় চা পাতা তোলা বন্ধ ছিল। গতবছর ২০২৪ সালের ৩০ নভেম্বর শেষ চা পাতা তোলার দিন ধার্য করেছিল ভারতীয় চা পর্ষদ। এই সিদ্ধান্ত মেনে ৩০ নভেম্বর-এর পর থেকে চা পাতা তোলা বন্ধ হয়ে যায় উত্তরের চা বলয়ে।
advertisement
advertisement
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে পূনরায় চা বলয়ে চা পাতা তোলার দিন ধার্য করেছে চা পর্ষদ।চা বাগান মালিক কতৃপক্ষরা আশাবাদী এবছর চা এর গুণগত মান বৃদ্ধি পাবে। তবে আবহাওয়া অনূকূল না থাকায় উৎপাদন অনেক কম হবে এই নিয়ে চিন্তিত বিশেষ করে ডুয়ার্সের চা বলয়।
advertisement
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের মালিক কতৃপক্ষরা জানান, এবছর অনেক আগে থেকে চা পাতা তোলা বন্ধ হয়েছিল।তারা আশা করছেন তাড়াতাড়ি চা পাতা তোলার কাজ শুরু হওয়ার কারণে এবছর ফাস্ট ফ্লাস এর চা খুব ভাল হবে। গুণগত মান বৃদ্ধি পাবে।চা পাতার দাম একটা ভাল স্থানে এসে দাঁড়াবে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এবারে আগেই মিলল অনুমতি! ১০ ফেব্রুয়ারি থেকে তোলা যাবে চা পাতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement